
গাজীপুরের শ্রীপুরে এক কিশোরী বধূকে (১৭) বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী (১২)। ওই কিশোরী প্রয়োজনে বান্ধবীর স্বামীকে বিয়ে করার দাবি জানিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে গৃহবধূর শ্বশুরবাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী।
অনশনরত ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। সে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় থেকে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। অন্যদিকে কিশোরী বধূর বাবার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। গাজীপুরের শ্রীপুরে তার শ্বশুরবাড়ি।
অনশনরত ওই কিশোরী বলছে, ‘আমার সঙ্গে তার (গৃহবধূ) খুবই মধুর সম্পর্ক। আমি তাকে ছাড়া বাঁচব না। আগেই কথা ছিল, সব সময় আমরা দুজন একসঙ্গে থাকব। তার বিয়ে হয়েছে এরপর থেকে আমার খুবই খারাপ লাগছে। তাই বাধ্য হয়ে তার শ্বশুরবাড়িতে চলে আসছি। আমি আমার বান্ধবীকে ছেড়ে যাব না। প্রয়োজনে আমি তার স্বামীকে বিয়ে করব।’
কিশোরী বধূ বলছে, ‘আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, আমার ইচ্ছে ছিল না বিয়ে করতে। আমার মা–বাবা জোর করে বিয়ে দিছে, আমি স্বামীর সঙ্গে সংসার করব না।’
এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর চাচি শাশুড়ি বলেন, ‘সাত মাস আগে আমার ভাতিজাকে বিয়ে করানোর পর থেকে নানান সমস্যায় আছি। এক কিশোরীর সঙ্গে আমাদের পুত্রবধূর সমকামিতার কারণে সংসার ভেঙে যাওয়ার পথে। আজ দুপুর ১২টার দিকে ওই কিশোরী আমাদের বাড়িতে এসে আমাদের ছেলের বউকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে।’
গৃহবধূর শ্বশুর মাসুদ রানা বলেন, ‘আজ দুপুরের পর থেকে আমার বাড়িতে এসেছে এক কিশোরী। সে আমার ছেলের বউকে বিয়ে করতে চায়। আমার ছেলের বউও হাত কেটে তার ডায়েরিতে নানান গল্প লিখে রেখেছে।’
ওই কিশোরীর স্বামী বলেন, ‘বিয়ের সাত মাসেও সংসার বলতে কিছুই হয়নি। কেউ যেন এমন বিপদে না পড়ে! আমার স্ত্রী নিয়মিত তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আজ ওই মেয়ে এসে বাড়িতে উঠছে। সেও আমাকে বিয়ে করতে চায়।’
এ ঘটনায় তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ওই বাড়িতে চলে যাই। গিয়ে দেখি এক কিশোরী ওই বাড়িতে এসে অবস্থান নিয়েছে।’
এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

গাজীপুরের শ্রীপুরে এক কিশোরী বধূকে (১৭) বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী (১২)। ওই কিশোরী প্রয়োজনে বান্ধবীর স্বামীকে বিয়ে করার দাবি জানিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে গৃহবধূর শ্বশুরবাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী।
অনশনরত ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। সে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় থেকে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। অন্যদিকে কিশোরী বধূর বাবার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। গাজীপুরের শ্রীপুরে তার শ্বশুরবাড়ি।
অনশনরত ওই কিশোরী বলছে, ‘আমার সঙ্গে তার (গৃহবধূ) খুবই মধুর সম্পর্ক। আমি তাকে ছাড়া বাঁচব না। আগেই কথা ছিল, সব সময় আমরা দুজন একসঙ্গে থাকব। তার বিয়ে হয়েছে এরপর থেকে আমার খুবই খারাপ লাগছে। তাই বাধ্য হয়ে তার শ্বশুরবাড়িতে চলে আসছি। আমি আমার বান্ধবীকে ছেড়ে যাব না। প্রয়োজনে আমি তার স্বামীকে বিয়ে করব।’
কিশোরী বধূ বলছে, ‘আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, আমার ইচ্ছে ছিল না বিয়ে করতে। আমার মা–বাবা জোর করে বিয়ে দিছে, আমি স্বামীর সঙ্গে সংসার করব না।’
এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর চাচি শাশুড়ি বলেন, ‘সাত মাস আগে আমার ভাতিজাকে বিয়ে করানোর পর থেকে নানান সমস্যায় আছি। এক কিশোরীর সঙ্গে আমাদের পুত্রবধূর সমকামিতার কারণে সংসার ভেঙে যাওয়ার পথে। আজ দুপুর ১২টার দিকে ওই কিশোরী আমাদের বাড়িতে এসে আমাদের ছেলের বউকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে।’
গৃহবধূর শ্বশুর মাসুদ রানা বলেন, ‘আজ দুপুরের পর থেকে আমার বাড়িতে এসেছে এক কিশোরী। সে আমার ছেলের বউকে বিয়ে করতে চায়। আমার ছেলের বউও হাত কেটে তার ডায়েরিতে নানান গল্প লিখে রেখেছে।’
ওই কিশোরীর স্বামী বলেন, ‘বিয়ের সাত মাসেও সংসার বলতে কিছুই হয়নি। কেউ যেন এমন বিপদে না পড়ে! আমার স্ত্রী নিয়মিত তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আজ ওই মেয়ে এসে বাড়িতে উঠছে। সেও আমাকে বিয়ে করতে চায়।’
এ ঘটনায় তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ওই বাড়িতে চলে যাই। গিয়ে দেখি এক কিশোরী ওই বাড়িতে এসে অবস্থান নিয়েছে।’
এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৬ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
২৪ মিনিট আগে