প্রতিনিধি

শেরপুর: শেরপুরে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি মাসের প্রথম ১০ দিনেই জেলায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলেও অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।
এদিকে গত মে মাসে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬৮ হলেও চলতি মাসের ১০ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫১ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭২২ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় ১১১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৭৪০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৭০৬ জনের।
এ ছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৫৫ হাজার ৩৯১ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৬০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন।
এদিকে শেরপুরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রোমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও নবগঠিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত।
জানা যায়, শহরের মীরগঞ্জ এলাকার বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলে গত ৭ জুন রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে গিয়ে ভর্তি হন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রোমান। পরে সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে অবস্থানরত জেলা পরিষদ চেয়ারম্যানের খালাতো ভাই ইউসূফ আলী রবিন জানান, বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন। তবে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনও করোনা পজিটিভ। তিনি বর্তমানে ঢাকার উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁর জ্বর ও মাথা ব্যথা থাকলেও বড় কোনো সমস্যা নেই।
এ ছাড়া শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত কয়েক দিন যাবৎ করোনা উপসর্গে ভুগছিলেন। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তারও করোনা শনাক্ত হয়।
করোনা বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, জেলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে শেরপুর ইয়েলো জোন ছাড়িয়ে অরেঞ্জ জোনে রয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই জেলা রেড জোনে পড়ে যেতে পারে। এ জন্য তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

শেরপুর: শেরপুরে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি মাসের প্রথম ১০ দিনেই জেলায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলেও অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।
এদিকে গত মে মাসে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬৮ হলেও চলতি মাসের ১০ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫১ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭২২ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় ১১১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৭৪০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৭০৬ জনের।
এ ছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৫৫ হাজার ৩৯১ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৬০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন।
এদিকে শেরপুরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রোমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও নবগঠিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত।
জানা যায়, শহরের মীরগঞ্জ এলাকার বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলে গত ৭ জুন রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে গিয়ে ভর্তি হন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রোমান। পরে সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে অবস্থানরত জেলা পরিষদ চেয়ারম্যানের খালাতো ভাই ইউসূফ আলী রবিন জানান, বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন। তবে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনও করোনা পজিটিভ। তিনি বর্তমানে ঢাকার উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁর জ্বর ও মাথা ব্যথা থাকলেও বড় কোনো সমস্যা নেই।
এ ছাড়া শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত কয়েক দিন যাবৎ করোনা উপসর্গে ভুগছিলেন। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তারও করোনা শনাক্ত হয়।
করোনা বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, জেলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে শেরপুর ইয়েলো জোন ছাড়িয়ে অরেঞ্জ জোনে রয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই জেলা রেড জোনে পড়ে যেতে পারে। এ জন্য তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে