নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাশের ৫০ শতাংশ জমি বিদ্যালয় ভোগ করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে পুকুর থেকে মাছ বিক্রি করে বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ ২০১৮-২০২০ সাল পর্যন্ত সভাপতি থাকা অবস্থায়ও তিনি পুকুরটি নিজের বলে দাবি করেননি।
নাসির উদ্দিন আরও বলেন, মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যুর এক সপ্তাহ পর থেকে তাঁর পরিবারের লোকজন পুকুরটি নিজের বলে দাবি করে। গত ২৮ জুলাই পুকুরটি দখলে নিতে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
বাঁশহাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পুকুরটি জোর করেই দখল করে নেওয়া হচ্ছে। পুকুর নিজেদের দাবি করে গত ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ আদালতে মামলা করে তারা। মামলাটি বিচারাধীন থাকলেও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাশের ৫০ শতাংশ জমি বিদ্যালয় ভোগ করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে পুকুর থেকে মাছ বিক্রি করে বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ ২০১৮-২০২০ সাল পর্যন্ত সভাপতি থাকা অবস্থায়ও তিনি পুকুরটি নিজের বলে দাবি করেননি।
নাসির উদ্দিন আরও বলেন, মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যুর এক সপ্তাহ পর থেকে তাঁর পরিবারের লোকজন পুকুরটি নিজের বলে দাবি করে। গত ২৮ জুলাই পুকুরটি দখলে নিতে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
বাঁশহাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পুকুরটি জোর করেই দখল করে নেওয়া হচ্ছে। পুকুর নিজেদের দাবি করে গত ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ আদালতে মামলা করে তারা। মামলাটি বিচারাধীন থাকলেও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে