ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে নগরীর চর কালিবাড়ীতে কৃষক আলতাফ আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের অবস্থান জানান দিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়।
আজ শুক্রবার বাদ জুমা কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ মে রাতে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে ঝগড়ার কারণ জানতে চান আলতাফ আলী।
এ সময় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি রাসেল খান ইমন এলাকায় আধিপত্য ও নিজের অবস্থান জানান দিতে ওয়ান শুটারগান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তিনি। এ সময় ঘটনাস্থলে রাসেলের পক্ষের ৮–১০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। পরে তাঁর তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রাসেলের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান ঘটনার পরদিন পাঁচজনের উল্লেখ করে এবং ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে কৃষক আলতাফ আলী হত্যার বিচারের দাবি ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয়দের আয়োজনে চর কালীবাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহে নগরীর চর কালিবাড়ীতে কৃষক আলতাফ আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের অবস্থান জানান দিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়।
আজ শুক্রবার বাদ জুমা কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ মে রাতে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে ঝগড়ার কারণ জানতে চান আলতাফ আলী।
এ সময় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি রাসেল খান ইমন এলাকায় আধিপত্য ও নিজের অবস্থান জানান দিতে ওয়ান শুটারগান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তিনি। এ সময় ঘটনাস্থলে রাসেলের পক্ষের ৮–১০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। পরে তাঁর তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রাসেলের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান ঘটনার পরদিন পাঁচজনের উল্লেখ করে এবং ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে কৃষক আলতাফ আলী হত্যার বিচারের দাবি ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয়দের আয়োজনে চর কালীবাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে