ময়মনসিংহ প্রতিনিধি

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নগরীর যানজট নিয়ন্ত্রণে ছয়টি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিটি করপোরেশন। রোববার সকাল থেকে তা কার্যকর হয়। এ কারণে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল করেনি।
এতে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। তাঁরা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমবে। এটি অব্যাহত থাকলে দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।
গাঙ্গিনারপাড় এলাকার সোহরাব হাসান বলেন, ‘আজকে সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল করছে না। এতে চলাচলে অনেকটা স্বস্তি মিললেও ভাড়া বেড়েছে। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়।’
তবে ইজিবাইকচালকেরা বলছেন, অটোপ্রতি ৮ হাজার টাকা খরচ করে লাইসেন্স করার পরেও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তাঁরা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইকচালকের পথে বসার উপক্রম হয়েছে।
ইজিবাইকচালক রবিউল ইসলাম বলেন, ‘রাজনীতি নয়, আমরা পেটনীতিতে বিশ্বাসী। আমরা কেন রাজনীতির শিকার হলাম? আমাদের কেন অটো চলাচল বন্ধ করতে হলো?’
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকেরা আন্দোলন করেছেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ‘ইজিবাইকচালকেরা আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নগরীর যানজট নিয়ন্ত্রণে ছয়টি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিটি করপোরেশন। রোববার সকাল থেকে তা কার্যকর হয়। এ কারণে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল করেনি।
এতে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। তাঁরা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমবে। এটি অব্যাহত থাকলে দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।
গাঙ্গিনারপাড় এলাকার সোহরাব হাসান বলেন, ‘আজকে সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল করছে না। এতে চলাচলে অনেকটা স্বস্তি মিললেও ভাড়া বেড়েছে। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়।’
তবে ইজিবাইকচালকেরা বলছেন, অটোপ্রতি ৮ হাজার টাকা খরচ করে লাইসেন্স করার পরেও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তাঁরা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইকচালকের পথে বসার উপক্রম হয়েছে।
ইজিবাইকচালক রবিউল ইসলাম বলেন, ‘রাজনীতি নয়, আমরা পেটনীতিতে বিশ্বাসী। আমরা কেন রাজনীতির শিকার হলাম? আমাদের কেন অটো চলাচল বন্ধ করতে হলো?’
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকেরা আন্দোলন করেছেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ‘ইজিবাইকচালকেরা আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে