ময়মনসিংহ প্রতিনিধি

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নগরীর যানজট নিয়ন্ত্রণে ছয়টি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিটি করপোরেশন। রোববার সকাল থেকে তা কার্যকর হয়। এ কারণে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল করেনি।
এতে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। তাঁরা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমবে। এটি অব্যাহত থাকলে দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।
গাঙ্গিনারপাড় এলাকার সোহরাব হাসান বলেন, ‘আজকে সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল করছে না। এতে চলাচলে অনেকটা স্বস্তি মিললেও ভাড়া বেড়েছে। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়।’
তবে ইজিবাইকচালকেরা বলছেন, অটোপ্রতি ৮ হাজার টাকা খরচ করে লাইসেন্স করার পরেও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তাঁরা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইকচালকের পথে বসার উপক্রম হয়েছে।
ইজিবাইকচালক রবিউল ইসলাম বলেন, ‘রাজনীতি নয়, আমরা পেটনীতিতে বিশ্বাসী। আমরা কেন রাজনীতির শিকার হলাম? আমাদের কেন অটো চলাচল বন্ধ করতে হলো?’
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকেরা আন্দোলন করেছেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ‘ইজিবাইকচালকেরা আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নগরীর যানজট নিয়ন্ত্রণে ছয়টি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিটি করপোরেশন। রোববার সকাল থেকে তা কার্যকর হয়। এ কারণে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল করেনি।
এতে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। তাঁরা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমবে। এটি অব্যাহত থাকলে দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।
গাঙ্গিনারপাড় এলাকার সোহরাব হাসান বলেন, ‘আজকে সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল করছে না। এতে চলাচলে অনেকটা স্বস্তি মিললেও ভাড়া বেড়েছে। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়।’
তবে ইজিবাইকচালকেরা বলছেন, অটোপ্রতি ৮ হাজার টাকা খরচ করে লাইসেন্স করার পরেও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তাঁরা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইকচালকের পথে বসার উপক্রম হয়েছে।
ইজিবাইকচালক রবিউল ইসলাম বলেন, ‘রাজনীতি নয়, আমরা পেটনীতিতে বিশ্বাসী। আমরা কেন রাজনীতির শিকার হলাম? আমাদের কেন অটো চলাচল বন্ধ করতে হলো?’
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকেরা আন্দোলন করেছেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ‘ইজিবাইকচালকেরা আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে