ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাব-রেজিস্ট্রারের খাস কামরায় ঢুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় ইলিয়াছ আলী নামে আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে বকশীগঞ্জ থানার পুলিশ তাঁকে জামালপুর জেলা জজ ও দায়রা আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ইলিয়াছ আলীকে আটক করে পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক।
হত্যার হুমকি দেওয়ার ঘটনায় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া, সাবেক সভাপতি আলী হাসান খোকা, দলিল লেখক শহিদুল্লাহসহ ২২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে রেহেনা বেগম নামের এক নারী তাঁর বোন রুবিনা বেগমের নামে হেবা দলিল করতে যান সাব-রেজিস্ট্রার কার্যালয়ে। তাঁদের পক্ষে শহিদুল্লাহ নামের এক দলিল লেখক সাব-রেজিস্ট্রারের কাছে হেবা দলিলটি উপস্থাপন করেন। সাব-রেজিস্ট্রার শুনানিকালে হেবা দলিল বাবদ কোনো টাকা পেয়েছেন কি না, জানতে চাইলে দাতা জমির টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
তখন সাব-রেজিস্ট্রার দলিল লেখক শহিদুল্লাহর উদ্দেশে বলেন, হেবা দান করতেও যখন দাতা-গ্রহীতার মধ্যে টাকা লেনদেন হয়েছে, তাই এটা সাব কবলা করলে সরকার বড় ধরনের রাজস্ব পাবে। রাজস্ব আদায়ের কথা বলায় শহিদুল্লাহ সাবেক দলিল লেখক সমিতির সভাপতি আলী হাসান খোকাকে এজলাসে ডেকে আনেন। তিনিও দলিলটি সম্পাদন করতে সাব-রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করেন। সাব-রেজিস্ট্রার আবারও সরকারের রাজস্বের বিষয়টি বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আলী হাসান খোকা।
এ সময় আলী হাসান খোকা বাইরে থেকে আরও ১৫-২০ জন দলিল লেখককে ডেকে এনে সাব-রেজিস্ট্রারের খাস কামরায় দলিল, অবিকল নকল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং সাব-রেজিস্ট্রারকে খাস কামরায় অবরুদ্ধ করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ গিয়ে সাব-রেজিস্ট্রারকে উদ্ধার করে।
সাব-রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিম বলেন, ‘আমি জানতে পারি, তিনটি বালামে কাটাছেঁড়া ও ঘষামাজা করে জমির পরিমাণ জালিয়াতি করেছেন ফিরোজ মিয়া নামের এক দলিল লেখক। জালিয়াত চক্রের বিরুদ্ধে আমি অবস্থান নেওয়ায় দলিল লেখকেরা আমার ওপর ক্ষিপ্ত হন। পরিকল্পিতভাবে কয়েকজন দলিল লেখক খাস কামরায় আমার সঙ্গে অসদাচরণ করেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেন। সেই সঙ্গে আমাকে হত্যার হুমকি দেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি থানায় জানিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া বলেন, ‘সাব-রেজিস্ট্রারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সাব-রেজিস্ট্রার তামিমের অসদাচরণে আমরা অতিষ্ঠ।’
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সাব-রেজিস্ট্রার তামিমের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলার ৫ নম্বর আসামি দলিল লেখক ইলিয়াছ আলীকে আটক করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার তদন্তকাজ চলছে।’

জামালপুরের বকশীগঞ্জে সাব-রেজিস্ট্রারের খাস কামরায় ঢুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় ইলিয়াছ আলী নামে আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে বকশীগঞ্জ থানার পুলিশ তাঁকে জামালপুর জেলা জজ ও দায়রা আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ইলিয়াছ আলীকে আটক করে পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক।
হত্যার হুমকি দেওয়ার ঘটনায় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া, সাবেক সভাপতি আলী হাসান খোকা, দলিল লেখক শহিদুল্লাহসহ ২২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে রেহেনা বেগম নামের এক নারী তাঁর বোন রুবিনা বেগমের নামে হেবা দলিল করতে যান সাব-রেজিস্ট্রার কার্যালয়ে। তাঁদের পক্ষে শহিদুল্লাহ নামের এক দলিল লেখক সাব-রেজিস্ট্রারের কাছে হেবা দলিলটি উপস্থাপন করেন। সাব-রেজিস্ট্রার শুনানিকালে হেবা দলিল বাবদ কোনো টাকা পেয়েছেন কি না, জানতে চাইলে দাতা জমির টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
তখন সাব-রেজিস্ট্রার দলিল লেখক শহিদুল্লাহর উদ্দেশে বলেন, হেবা দান করতেও যখন দাতা-গ্রহীতার মধ্যে টাকা লেনদেন হয়েছে, তাই এটা সাব কবলা করলে সরকার বড় ধরনের রাজস্ব পাবে। রাজস্ব আদায়ের কথা বলায় শহিদুল্লাহ সাবেক দলিল লেখক সমিতির সভাপতি আলী হাসান খোকাকে এজলাসে ডেকে আনেন। তিনিও দলিলটি সম্পাদন করতে সাব-রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করেন। সাব-রেজিস্ট্রার আবারও সরকারের রাজস্বের বিষয়টি বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আলী হাসান খোকা।
এ সময় আলী হাসান খোকা বাইরে থেকে আরও ১৫-২০ জন দলিল লেখককে ডেকে এনে সাব-রেজিস্ট্রারের খাস কামরায় দলিল, অবিকল নকল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং সাব-রেজিস্ট্রারকে খাস কামরায় অবরুদ্ধ করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ গিয়ে সাব-রেজিস্ট্রারকে উদ্ধার করে।
সাব-রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিম বলেন, ‘আমি জানতে পারি, তিনটি বালামে কাটাছেঁড়া ও ঘষামাজা করে জমির পরিমাণ জালিয়াতি করেছেন ফিরোজ মিয়া নামের এক দলিল লেখক। জালিয়াত চক্রের বিরুদ্ধে আমি অবস্থান নেওয়ায় দলিল লেখকেরা আমার ওপর ক্ষিপ্ত হন। পরিকল্পিতভাবে কয়েকজন দলিল লেখক খাস কামরায় আমার সঙ্গে অসদাচরণ করেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেন। সেই সঙ্গে আমাকে হত্যার হুমকি দেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি থানায় জানিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া বলেন, ‘সাব-রেজিস্ট্রারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সাব-রেজিস্ট্রার তামিমের অসদাচরণে আমরা অতিষ্ঠ।’
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সাব-রেজিস্ট্রার তামিমের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলার ৫ নম্বর আসামি দলিল লেখক ইলিয়াছ আলীকে আটক করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার তদন্তকাজ চলছে।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে