নেত্রকোনা প্রতিনিধি

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর একটি দল।
গ্রেপ্তার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।
র্যাব জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় এদিন সকালে ঢাকার জজকোর্ট হাজতখানা থেকে শহিদুলসহ অন্যান্য আসামিকে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে আসার পর শহিদুল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে ময়মনসিংহ র্যাব-১৪ পলাতক শহিদুলকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে নেত্রকোনার কলমাকান্দায় শহিদুলের অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা সামসুজ্জামান জানান, গ্রেপ্তার শহিদুলকে ঢাকার (ডিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর একটি দল।
গ্রেপ্তার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।
র্যাব জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় এদিন সকালে ঢাকার জজকোর্ট হাজতখানা থেকে শহিদুলসহ অন্যান্য আসামিকে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে আসার পর শহিদুল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে ময়মনসিংহ র্যাব-১৪ পলাতক শহিদুলকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে নেত্রকোনার কলমাকান্দায় শহিদুলের অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা সামসুজ্জামান জানান, গ্রেপ্তার শহিদুলকে ঢাকার (ডিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২ ঘণ্টা আগে