Ajker Patrika

দুর্গাপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশের বাধা, আটক ৪

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২০: ০২
দুর্গাপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশের বাধা, আটক ৪

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের বাধার মুখে উপজেলা বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ দলটির চার নেতা-কর্মীকে আটক করেছে। আজ রোববার সকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন উপজেলা বিএনপি নেতা-কর্মীরা। 

উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আজ রোববার সকালে পৌর শহরের কাচারি মোড় এলাকা থেকে পুষ্পস্তবক অর্পণের জন্য নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে একসময় আমাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। পরে লাঠিপেটা করে পুলিশ ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় বিএনপি নেতা ইমাম হাসান আবুচান, আতাউর রহমান ফরিদ, আবু সিদ্দিক রুক্কু ও শাহ আলমকে ধরে নিয়ে যায় পুলিশ।

তবে অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। বিএনপি নেতা-কর্মীরা উল্টো আমাদের ওপর ইট-পাটকেল ছুড়লে আত্মরক্ষার্থে ওই সমাবেশ পণ্ড করার লক্ষ্যে ফাঁকা গুলি ছোড়া হয়।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র শহীদ মিনারে যাওয়ার সময় পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আটক নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ