ময়মনসিংহ প্রতিনিধি

একজন আইনজীবীকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি। ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছে আইনজীবী সমিতি। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে জেলা আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ভুক্তভোগী আইনজীবী আশিকুর রহমান ঘটনার বিষয়ে বিস্তারিত জানান।
তাঁর লিখিত বক্তব্যে বলা হয়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে নিজের ভাইয়ের বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ করেন আশিকুর রহমান। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের কার্যালয়ে শুনানি হয়।
শুনানিতে অতিরিক্ত ডিআইজি আশিকের দিকে তাকিয়ে বলেন, ‘তুই বাঁকা হয়ে ঘাড় তেড়া করে দাঁড়িয়েছিস কেন? তুই কার সামনে দাঁড়িয়েছিস জানস? এই কথা বলেই কাছে গিয়ে চড়থাপ্পড় দিতে শুরু করেন।’ একপর্যায়ে আশিক নিজেকে আইনজীবী পরিচয় দিলে গালাগাল করে কনস্টেবলকে দিয়ে রড আনিয়ে হাতে ও পায়ে বেদম পেটান।
পরে আশিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
সংবাদ সম্মেলেনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে সভায় আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরকে বরখাস্ত করতে হবে এবং পুলিশ প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইনজীবী সমিতিকে জানাতে হবে।’
প্রবীণ আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী মো. কবির উদ্দিন ভূঁইয়া, আইনজীবী নজরুল ইসলাম চুন্নু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ অভিযোগের বিষয়ে জানতে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যে কাজ করেছেন, তা একান্তই তাঁর ব্যক্তিগত দায়। তবে, আমরা অবশ্যই তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।’

একজন আইনজীবীকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি। ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছে আইনজীবী সমিতি। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে জেলা আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ভুক্তভোগী আইনজীবী আশিকুর রহমান ঘটনার বিষয়ে বিস্তারিত জানান।
তাঁর লিখিত বক্তব্যে বলা হয়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে নিজের ভাইয়ের বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ করেন আশিকুর রহমান। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের কার্যালয়ে শুনানি হয়।
শুনানিতে অতিরিক্ত ডিআইজি আশিকের দিকে তাকিয়ে বলেন, ‘তুই বাঁকা হয়ে ঘাড় তেড়া করে দাঁড়িয়েছিস কেন? তুই কার সামনে দাঁড়িয়েছিস জানস? এই কথা বলেই কাছে গিয়ে চড়থাপ্পড় দিতে শুরু করেন।’ একপর্যায়ে আশিক নিজেকে আইনজীবী পরিচয় দিলে গালাগাল করে কনস্টেবলকে দিয়ে রড আনিয়ে হাতে ও পায়ে বেদম পেটান।
পরে আশিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
সংবাদ সম্মেলেনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে সভায় আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরকে বরখাস্ত করতে হবে এবং পুলিশ প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইনজীবী সমিতিকে জানাতে হবে।’
প্রবীণ আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী মো. কবির উদ্দিন ভূঁইয়া, আইনজীবী নজরুল ইসলাম চুন্নু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ অভিযোগের বিষয়ে জানতে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যে কাজ করেছেন, তা একান্তই তাঁর ব্যক্তিগত দায়। তবে, আমরা অবশ্যই তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪৩ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে