Ajker Patrika

জামায়াতের ১৯ নেতা-কর্মী আদালতে, পাঁচ দিনের রিমান্ডের আবেদন 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৫: ০২
জামায়াতের ১৯ নেতা-কর্মী আদালতে, পাঁচ দিনের রিমান্ডের আবেদন 

পাঁচ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহে গ্রেপ্তার হওয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতা-কর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানা থেকে তাঁদের আদালতে পাঠানো হয়। 

আসামিরা হলেন জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল, ওসমান গনি, আজিজুর রহমান, ফেরদৌস আলম, আল আমিন, দেলোয়ার হোসেন কুদ্দুস, তাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান, শাহিন খান, মাহমুদুল হাসান শাহিন, মাহাবুবুল হাকিম, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, আলমগীর হোসেন, মো. নাফিজ, আবু হানিফ, ফজলুল করিম ফারুকী, শেখ আহমেদ আফিফা ও নুরুল হক। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। 

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার সকালে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। সেখান থেকে তাঁরা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে সরকারবিরোধী পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত