নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় পাঁচজনকে আসামি করে আদালতে ধর্ষণ মামলা করেন এক নারী। ওই নারীকে হত্যা করেন মামলার আসামিরা। এ ঘটনায় হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলায় পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন এক নারী। ওই নারীকে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত বছর ১৫ ডিসেম্বর ধর্ষণের মামলা করেন ওই নারী। চলতি বছর ৩ জানুয়ারি রাতে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরদিন ৪ জানুয়ারি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৮ জানুয়ারি হত্যা মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)। তাঁরা সম্পর্কে আপন ভাই।
ময়মনসিংহ র্যাব-১৪ এর উপ-পরিচালক অপারেশনস অফিসার মো. আনোয়ার হোসেন আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, জেলার আটপাড়া উপজেলার সেলিনা আক্তার ও তাঁর স্বামীর সঙ্গে গ্রেপ্তারকৃতদের দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই একপর্যায়ে সেলিনা গ্রামের মাসুদ মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণের মামলা করেন। এতে মাসুদ, অসীম ও রাজুসহ তাঁরা সবাই ক্ষিপ্ত হয়।
গত ৩ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে অসীম, রাজুসহ অন্য আসামিরা রামদা, কিরিচ, লোহার রড ও চাপাতি নিয়ে সেলিনার বাড়িতে গিয়ে ঘরের দরজা তাঁকে ধরে উঠানে নিয়ে আসেন। পরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে সেলিনার মাথায়, বুকে ও পেটে এলোপাথারি আঘাত করে রক্তাক্ত জখম করে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর জখম সেলিনাকে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সেলিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। পরদিন সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৮ জানুয়ারি নিহত সেলিনার ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজুসহ ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
এদিকে থানা–পুলিশের পাশাপাশি পলাতক আসামির ধরতে তথ্য সংগ্রহ করতে থাকে র্যাব। গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে র্যাব-১৪ এর উপপরিচালক অপারেশনস অফিসার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
ময়মনসিংহ র্যাব-১৪ এর উপপরিচালক অপারেশনস অফিসার মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আটপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আটপাড়া থানার ওসি মো. তাওহীদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া এ মামলার অন্য আাসমিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নেত্রকোনার আটপাড়ায় পাঁচজনকে আসামি করে আদালতে ধর্ষণ মামলা করেন এক নারী। ওই নারীকে হত্যা করেন মামলার আসামিরা। এ ঘটনায় হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলায় পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন এক নারী। ওই নারীকে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত বছর ১৫ ডিসেম্বর ধর্ষণের মামলা করেন ওই নারী। চলতি বছর ৩ জানুয়ারি রাতে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরদিন ৪ জানুয়ারি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৮ জানুয়ারি হত্যা মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)। তাঁরা সম্পর্কে আপন ভাই।
ময়মনসিংহ র্যাব-১৪ এর উপ-পরিচালক অপারেশনস অফিসার মো. আনোয়ার হোসেন আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, জেলার আটপাড়া উপজেলার সেলিনা আক্তার ও তাঁর স্বামীর সঙ্গে গ্রেপ্তারকৃতদের দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই একপর্যায়ে সেলিনা গ্রামের মাসুদ মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণের মামলা করেন। এতে মাসুদ, অসীম ও রাজুসহ তাঁরা সবাই ক্ষিপ্ত হয়।
গত ৩ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে অসীম, রাজুসহ অন্য আসামিরা রামদা, কিরিচ, লোহার রড ও চাপাতি নিয়ে সেলিনার বাড়িতে গিয়ে ঘরের দরজা তাঁকে ধরে উঠানে নিয়ে আসেন। পরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে সেলিনার মাথায়, বুকে ও পেটে এলোপাথারি আঘাত করে রক্তাক্ত জখম করে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর জখম সেলিনাকে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সেলিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। পরদিন সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৮ জানুয়ারি নিহত সেলিনার ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজুসহ ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
এদিকে থানা–পুলিশের পাশাপাশি পলাতক আসামির ধরতে তথ্য সংগ্রহ করতে থাকে র্যাব। গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে র্যাব-১৪ এর উপপরিচালক অপারেশনস অফিসার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
ময়মনসিংহ র্যাব-১৪ এর উপপরিচালক অপারেশনস অফিসার মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আটপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আটপাড়া থানার ওসি মো. তাওহীদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া এ মামলার অন্য আাসমিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে