ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সুমন মিয়া (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইপ্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ৩টায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার প্রতারণা মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ওসি ওবায়দুর রহমান বলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ারা চর গ্রামের বাসিন্দা রেজাউল করিম দিলীপের ছেলে সুবজ মিয়া দুবাইপ্রবাসী। তাঁর কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ ও বিকাশে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় আসামি সুমন ও তাঁর পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগী সবুজের বাবা রেজাউল করিম দিলীপ বাদী হয়ে গতকাল চারজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী ১৫ মে আদালত আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন বলে নিশ্চিত করেন ওসি।
এর আগে বাদী প্রতারণার অভিযোগে গত ৪ এপ্রিল ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিকের কাছে একটি লিখিত আবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বাদীর অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রজু করে। প্রসঙ্গত, আসামি সুমন মিয়া উপজেলার মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে থানা–পুলিশ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সুমন মিয়া (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইপ্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ৩টায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার প্রতারণা মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ওসি ওবায়দুর রহমান বলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ারা চর গ্রামের বাসিন্দা রেজাউল করিম দিলীপের ছেলে সুবজ মিয়া দুবাইপ্রবাসী। তাঁর কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ ও বিকাশে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় আসামি সুমন ও তাঁর পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগী সবুজের বাবা রেজাউল করিম দিলীপ বাদী হয়ে গতকাল চারজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী ১৫ মে আদালত আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন বলে নিশ্চিত করেন ওসি।
এর আগে বাদী প্রতারণার অভিযোগে গত ৪ এপ্রিল ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিকের কাছে একটি লিখিত আবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বাদীর অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রজু করে। প্রসঙ্গত, আসামি সুমন মিয়া উপজেলার মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে থানা–পুলিশ।

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে