ময়মনসিংহ প্রতিনিধি

এক নেত্রীর গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত দুই লাইনের এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।
এর আগে গত ২ মে ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুব মহিলা লীগের সদস্য রানী মালার গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারকে প্রধানসহ মোট ছয়জনকে আসামি করা হয়। আদালত পুলিশকে বাদীর অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের আদেশ দেন। এ নিয়ে সংগঠনটির ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, মামলার তদন্তকাজ চলছে। আসামি গ্রেপ্তার মামলা তদন্তের একটি ধাপ, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় গত ৬ মে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী রানী মালা জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারকে দায়ী করেন।
সংবাদ সম্মেলনে রানী ইসলাম বলেন, ‘আমার মতো অনেক নারী স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। কিন্তু ভয়ে কেউ স্বপ্নার বিরুদ্ধে মুখ খুলতে চায় না। রাজনীতির আড়ালে এ ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোককে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই স্বপ্না খন্দকারের পেশা ও নেশা। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারের বক্তব্য জানা যায়নি।

এক নেত্রীর গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত দুই লাইনের এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।
এর আগে গত ২ মে ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুব মহিলা লীগের সদস্য রানী মালার গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারকে প্রধানসহ মোট ছয়জনকে আসামি করা হয়। আদালত পুলিশকে বাদীর অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের আদেশ দেন। এ নিয়ে সংগঠনটির ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, মামলার তদন্তকাজ চলছে। আসামি গ্রেপ্তার মামলা তদন্তের একটি ধাপ, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় গত ৬ মে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী রানী মালা জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারকে দায়ী করেন।
সংবাদ সম্মেলনে রানী ইসলাম বলেন, ‘আমার মতো অনেক নারী স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। কিন্তু ভয়ে কেউ স্বপ্নার বিরুদ্ধে মুখ খুলতে চায় না। রাজনীতির আড়ালে এ ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোককে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই স্বপ্না খন্দকারের পেশা ও নেশা। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারের বক্তব্য জানা যায়নি।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে