Ajker Patrika

বাড়িতে জাল দলিল বানাতেন তিনি, জব্দ ২০ কর্মকর্তার সিল

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ডিবির অভিযানে গ্রেপ্তার হওয়া জাল দলিল চক্রের হোতা। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহে ডিবির অভিযানে গ্রেপ্তার হওয়া জাল দলিল চক্রের হোতা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে জাল দলিল তৈরি চক্রের হোতা হিসেবে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন (ভূমি) অফিসের সংশ্লিষ্ট ২০ কর্মকর্তার ৬২টি সিল।

অভিযুক্ত যুবকের নাম আলমগীর হোসেন (৩১)। তিনি সদর উপজেলার চরঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা। আজ সোমবার জেলা ডিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল রোববার নিজ বাড়ি থেকে আলমগীরকে আটক করে পুলিশ।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, আলমগীর দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে জাল দলিল ও নাম খারিজের দলিল তৈরি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় কর্মকর্তাদের সিল ছাড়াও খোলা রাবার সিল ৩৬টি, খোলা রাবার সিলের প্লাস্টিক হোল্ডার ১৪টি ও তিনটি প্যাড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেন, তিনি ও তাঁর চক্রের সদস্যরা নতুন দলিল, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করা, বিবাদ রয়েছে এমন জমিতে যে মালিক নন তাঁকেও মালিক বানিয়ে দিতেন। এ ছাড়া নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয় এমন ব্যক্তিদের নাম সংযুক্ত করে জমির অংশীদার বানিয়ে দিতেন। জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত ও জমির পরিমাণ কমিয়ে অন্যদের নতুন নামজারি করে জমির অংশীদার করতেন।

ওসি বলেন, চক্রটির আরও চার সদস্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাঁদের আটকের চেষ্টা ও আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত