প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ সদরের হিমেল (৩০), সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রমিসা (৬৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার লেহাজ উদ্দীন (৭০)।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ আজ সকাল পর্যন্ত ৯৯ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া গতকাল সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়েছেন এবং ৫৪ জন ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১০ দশমিক ৪৬ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৬। সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৯ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৮৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৪ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ সদরের হিমেল (৩০), সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রমিসা (৬৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার লেহাজ উদ্দীন (৭০)।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ আজ সকাল পর্যন্ত ৯৯ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া গতকাল সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়েছেন এবং ৫৪ জন ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১০ দশমিক ৪৬ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৬। সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৯ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৮৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৪ জন।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩২ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৬ মিনিট আগে