নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) রক্তাক্ত মরদেহ। পরনে ছিল কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার জোড়পুকুর এলাকায় লাশটি পাওয়া যায়। তবে বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় চেয়েছিলেন এক তরুণী। অপরিচিত হওয়ায় মধ্যরাতে মেয়েটিকে আশ্রয় দেননি আব্দুর রহমান। পরে তরুণী চলে যান। ফজরের নামাজ শেষে সকালের দিকে স্থানীয় মুসল্লিরা মহাসড়কের পাশে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পরে নান্দাইল হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে ওই তরুণী আমার বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল। অপরিচিত হওয়ায় আমি তাঁকে আশ্রয় দেইনি। পরে মেয়েটি চলে যায়। সকালের দিকে শুনতে পাই সড়কে এক মেয়ের লাশ পড়ে আছে। গিয়ে দেখি, সেই মেয়েটি। তার পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক ছিল।’
নান্দাইল হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, সড়কের পাশে তরুণীর মরদেহ পড়ে আছে খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর পরিচয় জানা যায়নি। এ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) রক্তাক্ত মরদেহ। পরনে ছিল কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার জোড়পুকুর এলাকায় লাশটি পাওয়া যায়। তবে বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় চেয়েছিলেন এক তরুণী। অপরিচিত হওয়ায় মধ্যরাতে মেয়েটিকে আশ্রয় দেননি আব্দুর রহমান। পরে তরুণী চলে যান। ফজরের নামাজ শেষে সকালের দিকে স্থানীয় মুসল্লিরা মহাসড়কের পাশে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পরে নান্দাইল হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে ওই তরুণী আমার বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল। অপরিচিত হওয়ায় আমি তাঁকে আশ্রয় দেইনি। পরে মেয়েটি চলে যায়। সকালের দিকে শুনতে পাই সড়কে এক মেয়ের লাশ পড়ে আছে। গিয়ে দেখি, সেই মেয়েটি। তার পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক ছিল।’
নান্দাইল হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, সড়কের পাশে তরুণীর মরদেহ পড়ে আছে খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর পরিচয় জানা যায়নি। এ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে
দক্ষিণ বনশ্রীর এল-ব্লকের প্রীতম ভিলা নামের একটি ভবন থেকে আজ শনিবার বিকেলে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগে
কক্সবাজারে টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাগর থেকে এই বিপুল পরিমাণ মাছ ধরেন তাঁরা। একসঙ্গে এত মাছ ধরা পড়ায় টেকনাফ মহেশখালীয়াপাড়া নৌকা ঘাটে জেলে, নৌকার মালিক ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুরে রিয়াদ খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজা পড়িয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কবরস্থানে বাবার জানাজা পড়ান তিনি।
২ ঘণ্টা আগে