ময়মনসিংহ প্রতিনিধি

অসহায়ত্বের কথা বলে ময়মনসিংহের তারাকান্দায় এক বাড়িতে গত বৃহস্পতিবার রাতে আশ্রয় নেন দেড় বছরের সন্তানসহ এক মা। গতকাল শুক্রবার দুপুরে ওই বাড়িতে সন্তান রেখে উধাও হয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে শিশুটির দেখভালের সাময়িক দায়িত্ব নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। শিশুটির পরিবারের খোঁজে মাইকিংসহ প্রচার চালাচ্ছে প্রশাসন।
বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামের দিনমজুর সায়েদুল ইসলামের বাড়িতে অসহায়ত্বে কথা বলে শিশুছেলেকে নিয়ে আশ্রয় নেন ওই মা। এ সময় তিনি নাম-পরিচয় দেননি। পরদিন দুপুরে শিশুটিকে সায়েদুলের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে ফেলে উধাও হন তিনি। এ ঘটনা ওই দিন রাতে স্থানীয়রা পুলিশে জানান।
সায়েদুলের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘প্রতিবেশী আলমগীর হোসেন বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছেলেসহ এক অসহায় নারীকে আমাদের ঘরে আশ্রয় দিতে বলেন। পরে মানবিক দিক বিবেচনা করে তাঁদের আশ্রয় দিলে পরদিন ছেলেকে রেখে মা পালিয়ে যান। বিষয়টি আমরা পুলিশকে জানাই। আজ দুপুরে শিশুটিকে ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের কাছে বুঝিয়ে দিই।’
ছেলেশিশুসহ মাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আলমগীর হোসেন বলেন, ‘সন্তানকে নিয়ে এক নারী থাকার আকুতি করছিলেন। আমাদের ঘরে জায়গা না থাকায় সায়েদুলের ঘরে নিয়ে যাই। কিন্তু এমন হবে জানলে তাঁকে আশ্রয়ের জন্য সহযোগিতা করতাম না। দোয়া করি প্রশাসন যেন শিশুটির পরিবারকে খুঁজে পায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে শিশুটির দায়িত্ব নিয়েছেন বলে জানান গালাগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি বলেন, ‘আদালতের নির্দেশনার আগ পর্যন্ত শিশুটির সমস্ত দায়িত্ব আমি নিলাম। আমি আমার তত্ত্বাবধানে শিশুর সেবাযত্ন করব।’
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গতকাল শুক্রবার রাতে আলমগীরসহ স্থানীয় কয়েকজন থানায় বিষয়টি জানালে তা অভিযোগ আকারে নেয় পুলিশ। পরে বিষয়টি ইউএনওসহ সংশ্লিষ্টদের জানানো হয়। ওসি বলেন, ‘শিশুর পরিবারের খোঁজে প্রচার চালানো হচ্ছে। তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও মেজাবে রহমত বলেন, ‘আজ সকালে শিশুটির থাকার সিদ্ধান্তের জন্য উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। আপাতত স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। আদালতে পুলিশের মাধ্যমে নির্দেশনা চাওয়া হয়েছে। নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আজ দুপুরে থানার ওসিকে সঙ্গে নিয়ে শিশুর খাবার, কাপড় কিনে দিয়ে এসেছি। শিশুটি ভালো রয়েছে।’

অসহায়ত্বের কথা বলে ময়মনসিংহের তারাকান্দায় এক বাড়িতে গত বৃহস্পতিবার রাতে আশ্রয় নেন দেড় বছরের সন্তানসহ এক মা। গতকাল শুক্রবার দুপুরে ওই বাড়িতে সন্তান রেখে উধাও হয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে শিশুটির দেখভালের সাময়িক দায়িত্ব নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। শিশুটির পরিবারের খোঁজে মাইকিংসহ প্রচার চালাচ্ছে প্রশাসন।
বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামের দিনমজুর সায়েদুল ইসলামের বাড়িতে অসহায়ত্বে কথা বলে শিশুছেলেকে নিয়ে আশ্রয় নেন ওই মা। এ সময় তিনি নাম-পরিচয় দেননি। পরদিন দুপুরে শিশুটিকে সায়েদুলের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে ফেলে উধাও হন তিনি। এ ঘটনা ওই দিন রাতে স্থানীয়রা পুলিশে জানান।
সায়েদুলের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘প্রতিবেশী আলমগীর হোসেন বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছেলেসহ এক অসহায় নারীকে আমাদের ঘরে আশ্রয় দিতে বলেন। পরে মানবিক দিক বিবেচনা করে তাঁদের আশ্রয় দিলে পরদিন ছেলেকে রেখে মা পালিয়ে যান। বিষয়টি আমরা পুলিশকে জানাই। আজ দুপুরে শিশুটিকে ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের কাছে বুঝিয়ে দিই।’
ছেলেশিশুসহ মাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আলমগীর হোসেন বলেন, ‘সন্তানকে নিয়ে এক নারী থাকার আকুতি করছিলেন। আমাদের ঘরে জায়গা না থাকায় সায়েদুলের ঘরে নিয়ে যাই। কিন্তু এমন হবে জানলে তাঁকে আশ্রয়ের জন্য সহযোগিতা করতাম না। দোয়া করি প্রশাসন যেন শিশুটির পরিবারকে খুঁজে পায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে শিশুটির দায়িত্ব নিয়েছেন বলে জানান গালাগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি বলেন, ‘আদালতের নির্দেশনার আগ পর্যন্ত শিশুটির সমস্ত দায়িত্ব আমি নিলাম। আমি আমার তত্ত্বাবধানে শিশুর সেবাযত্ন করব।’
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গতকাল শুক্রবার রাতে আলমগীরসহ স্থানীয় কয়েকজন থানায় বিষয়টি জানালে তা অভিযোগ আকারে নেয় পুলিশ। পরে বিষয়টি ইউএনওসহ সংশ্লিষ্টদের জানানো হয়। ওসি বলেন, ‘শিশুর পরিবারের খোঁজে প্রচার চালানো হচ্ছে। তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও মেজাবে রহমত বলেন, ‘আজ সকালে শিশুটির থাকার সিদ্ধান্তের জন্য উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। আপাতত স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। আদালতে পুলিশের মাধ্যমে নির্দেশনা চাওয়া হয়েছে। নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আজ দুপুরে থানার ওসিকে সঙ্গে নিয়ে শিশুর খাবার, কাপড় কিনে দিয়ে এসেছি। শিশুটি ভালো রয়েছে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে