নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় টানা বৃষ্টিতে বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই। উব্দাখালী//// নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার দশমিক ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী, কংশ ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, উব্দাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার মাত্র দশমিক ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, নিচু এলাকার প্রায় ১১ হাজার ৪৮২ হেক্টর জমির আবাদি আমন ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কেন্দুয়া উপজেলায় সবচেয়ে বেশি আমন ধানের জমি তলিয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘তলিয়ে যাওয়া জমির মধ্যে সদরে ২ হাজার ৪৭০ হেক্টর, পূর্বধলায় ২ হাজার ৩৬০ হেক্টর, দুর্গাপুরে ৪৫ হেক্টর, কলমাকান্দায় ১৮০ হেক্টর, মোহনগঞ্জে ১ হাজার ২০০ হেক্টর, বারহাট্টায় ২১৫ হেক্টর, আটপাড়ায় ১ হাজার হেক্টর, মদনে ৫০০ হেক্টর, খালিয়াজুরীতে ১২ হেক্টর ও কেন্দুয়ায় সাড়ে তিন হাজার হেক্টর জমি রয়েছে।
কলমাকান্দা উপজেলার কনুরা গ্রামের কৃষক মনতোষ বিশ্বশর্মা বলেন, তিনি এ বছর ৩০ কাটা জমিতে আমন আবাদ করেছেন। এর মধ্যে গত তিন দিনের বৃষ্টিতে তাঁর ছয় কাঠা আমনের জমি তলিয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘হাতে টাকা ছিল না। কিছু টাকা ধার করে এনে জমি লাগাই ছিলাম। কপালডাই খারাপ, বৃষ্টির পানিতে জমি তলাইয়া গেছে। এখনো বৃষ্টি অইতাছে। এই খেতগুলোর ধান বাঁচব বইল্যা কোনো আশাই নাই।’
কেন্দুয়া উপজেলার দুল্লী গ্রামের কৃষক লিয়াকত আলী বলেন, ‘বাড়ির সামনের হাওরে লাগানো প্রায় ২০ কাটা খেত তলায়া গেছে। এইডির আর আশা নাই।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান কৃষকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘দ্রুত পানি নেমে গেলে আমন ধানের তেমন ক্ষতি হবে না।’

নেত্রকোনায় টানা বৃষ্টিতে বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই। উব্দাখালী//// নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার দশমিক ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী, কংশ ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, উব্দাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার মাত্র দশমিক ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, নিচু এলাকার প্রায় ১১ হাজার ৪৮২ হেক্টর জমির আবাদি আমন ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কেন্দুয়া উপজেলায় সবচেয়ে বেশি আমন ধানের জমি তলিয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘তলিয়ে যাওয়া জমির মধ্যে সদরে ২ হাজার ৪৭০ হেক্টর, পূর্বধলায় ২ হাজার ৩৬০ হেক্টর, দুর্গাপুরে ৪৫ হেক্টর, কলমাকান্দায় ১৮০ হেক্টর, মোহনগঞ্জে ১ হাজার ২০০ হেক্টর, বারহাট্টায় ২১৫ হেক্টর, আটপাড়ায় ১ হাজার হেক্টর, মদনে ৫০০ হেক্টর, খালিয়াজুরীতে ১২ হেক্টর ও কেন্দুয়ায় সাড়ে তিন হাজার হেক্টর জমি রয়েছে।
কলমাকান্দা উপজেলার কনুরা গ্রামের কৃষক মনতোষ বিশ্বশর্মা বলেন, তিনি এ বছর ৩০ কাটা জমিতে আমন আবাদ করেছেন। এর মধ্যে গত তিন দিনের বৃষ্টিতে তাঁর ছয় কাঠা আমনের জমি তলিয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘হাতে টাকা ছিল না। কিছু টাকা ধার করে এনে জমি লাগাই ছিলাম। কপালডাই খারাপ, বৃষ্টির পানিতে জমি তলাইয়া গেছে। এখনো বৃষ্টি অইতাছে। এই খেতগুলোর ধান বাঁচব বইল্যা কোনো আশাই নাই।’
কেন্দুয়া উপজেলার দুল্লী গ্রামের কৃষক লিয়াকত আলী বলেন, ‘বাড়ির সামনের হাওরে লাগানো প্রায় ২০ কাটা খেত তলায়া গেছে। এইডির আর আশা নাই।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান কৃষকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘দ্রুত পানি নেমে গেলে আমন ধানের তেমন ক্ষতি হবে না।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে