Ajker Patrika

৯২ মামলায় পরোয়ানাভুক্ত ও ৭০টিতে সাজাপ্রাপ্ত, অবশেষে ধরা দুই সহোদর

শেরপুর প্রতিনিধি
৯২ মামলায় পরোয়ানাভুক্ত ও ৭০টিতে সাজাপ্রাপ্ত, অবশেষে ধরা দুই সহোদর
পুলিশের হাতে গ্রেপ্তার দুই ভাই। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে অর্থ আত্মসাতের ৭০ মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বিকেলে শেরপুর সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

গ্রেপ্তার দুই ভাই হলেন শেরপুরের আলোচিত বাবর অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন এবং তাঁর ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তাঁরা শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে সুজন ও শাহীন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পাওনাদারেরা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের নামে ৮৮টি এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া আরও ১৮টি মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর শাহীনের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৪টি মামলায়।

সূত্র জানায়, প্রয়াত আবুল হাসেমের মালিকানায় শেরপুরে মোট ৩৬ একর জমির ওপর স্থাপিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে প্রায় দেড় একর মূল্যবান জমির ওপর তিনতলা বাড়ি রয়েছে। তা সত্ত্বেও তাঁরা পাওনাদারদের টাকা পরিশোধ করছেন না।

এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীদের অভিযোগ এবং আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। প্রায় পাঁচ মাস পর পুলিশের বিশেষ অভিযানে সুজন ও শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত