শেরপুর প্রতিনিধি

শেরপুরে অর্থ আত্মসাতের ৭০ মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে শেরপুর সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার দুই ভাই হলেন শেরপুরের আলোচিত বাবর অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন এবং তাঁর ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তাঁরা শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে সুজন ও শাহীন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পাওনাদারেরা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের নামে ৮৮টি এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া আরও ১৮টি মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর শাহীনের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৪টি মামলায়।
সূত্র জানায়, প্রয়াত আবুল হাসেমের মালিকানায় শেরপুরে মোট ৩৬ একর জমির ওপর স্থাপিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে প্রায় দেড় একর মূল্যবান জমির ওপর তিনতলা বাড়ি রয়েছে। তা সত্ত্বেও তাঁরা পাওনাদারদের টাকা পরিশোধ করছেন না।
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীদের অভিযোগ এবং আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। প্রায় পাঁচ মাস পর পুলিশের বিশেষ অভিযানে সুজন ও শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

শেরপুরে অর্থ আত্মসাতের ৭০ মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে শেরপুর সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার দুই ভাই হলেন শেরপুরের আলোচিত বাবর অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন এবং তাঁর ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তাঁরা শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে সুজন ও শাহীন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পাওনাদারেরা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের নামে ৮৮টি এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া আরও ১৮টি মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর শাহীনের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৪টি মামলায়।
সূত্র জানায়, প্রয়াত আবুল হাসেমের মালিকানায় শেরপুরে মোট ৩৬ একর জমির ওপর স্থাপিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে প্রায় দেড় একর মূল্যবান জমির ওপর তিনতলা বাড়ি রয়েছে। তা সত্ত্বেও তাঁরা পাওনাদারদের টাকা পরিশোধ করছেন না।
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীদের অভিযোগ এবং আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। প্রায় পাঁচ মাস পর পুলিশের বিশেষ অভিযানে সুজন ও শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১৭ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেট কারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে