নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) এবং কিশোরগঞ্জ সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৪৮)।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর থেকে অটোরিকশায় সাথী আক্তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি নেত্রকোনা যাচ্ছিলেন। একই অটোরিকশায় ইদ্রিস আলী আঠারোবাড়ি ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ধানবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। তাতে অটোরিকশায় থাকা সাথী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে ইদ্রিস আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ গিয়ে ধানবোঝাই ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানা নিয়ে যায়। তবে ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি।
আজ দুপুরে নান্দাইল মডেল থানায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় নিহত সাথী আক্তারের মরদেহ থানার মাঠে কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে। মরদেহের খানিকটা দূরে দুর্ঘটনায় বেঁচে যাওয়া সাথী আক্তারের আট বছর বয়সী ছেলে ওয়ালী উল্লাহ্ সাদ রিদিনকে স্বজনেরা সান্ত্বনা দিচ্ছে। তার পাশেই তার নানি রাহেলা আক্তার মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন। মুচড়ে যাওয়া সিএনজিতে রক্ত, লেবু ও রুটি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
নিহত সাথী আক্তারের মা রাহেলা আক্তার বলেন, ‘মেয়ের জামাই সৌদিপ্রবাসী। ঈদ করার জন্য জামাইয়ের বাড়ি থেকে নাতিকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছিল। পথেই দুর্ঘটনা ঘটে। আমার সঙ্গে ঈদ করার ভাগ্য হলো না সাথীর। তার ওয়ালী উল্লাহ সাদ রিদিন নামে আট বছর বয়সী সন্তান রয়েছে। দুর্ঘটনার সময় মায়ের সঙ্গে থাকলেও সে বেঁচে গেছে।’
নিহত ইদ্রিস আলীর বড় ভাই সিদ্দিক মিয়া বলেন, ‘আমার ভাই গরু-ছাগলের ব্যবসা করত। সকালে আঠারোবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে, অন্যজনের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে দুই পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) এবং কিশোরগঞ্জ সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৪৮)।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর থেকে অটোরিকশায় সাথী আক্তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি নেত্রকোনা যাচ্ছিলেন। একই অটোরিকশায় ইদ্রিস আলী আঠারোবাড়ি ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ধানবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। তাতে অটোরিকশায় থাকা সাথী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে ইদ্রিস আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ গিয়ে ধানবোঝাই ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানা নিয়ে যায়। তবে ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি।
আজ দুপুরে নান্দাইল মডেল থানায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় নিহত সাথী আক্তারের মরদেহ থানার মাঠে কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে। মরদেহের খানিকটা দূরে দুর্ঘটনায় বেঁচে যাওয়া সাথী আক্তারের আট বছর বয়সী ছেলে ওয়ালী উল্লাহ্ সাদ রিদিনকে স্বজনেরা সান্ত্বনা দিচ্ছে। তার পাশেই তার নানি রাহেলা আক্তার মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন। মুচড়ে যাওয়া সিএনজিতে রক্ত, লেবু ও রুটি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
নিহত সাথী আক্তারের মা রাহেলা আক্তার বলেন, ‘মেয়ের জামাই সৌদিপ্রবাসী। ঈদ করার জন্য জামাইয়ের বাড়ি থেকে নাতিকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছিল। পথেই দুর্ঘটনা ঘটে। আমার সঙ্গে ঈদ করার ভাগ্য হলো না সাথীর। তার ওয়ালী উল্লাহ সাদ রিদিন নামে আট বছর বয়সী সন্তান রয়েছে। দুর্ঘটনার সময় মায়ের সঙ্গে থাকলেও সে বেঁচে গেছে।’
নিহত ইদ্রিস আলীর বড় ভাই সিদ্দিক মিয়া বলেন, ‘আমার ভাই গরু-ছাগলের ব্যবসা করত। সকালে আঠারোবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে, অন্যজনের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে দুই পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১৮ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২০ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে