মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রকে ২০ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। আজ শনিবার সকাল থেকে ওই বিলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হয় সে।
নিখোঁজ স্কুলছাত্রের নাম সৌহার্দ্য (১৬)। সে মাদারগঞ্জ উপজেলার দীঘলকান্দি এলাকার অধ্যাপক শাজাহানের ছোট ছেলে। জামালপুর শহরের বেলটিয়া উচ্চবিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে। এ কারণে সে দীর্ঘদিন ধরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় থাকত।
পুলিশ ও স্থানীয়রা বলছে, নিখোঁজ সৌহার্দ্য ও তার চার বন্ধু জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা গোসল করতে বিলে নামে। এ সময় পানিতে ডুবে যায় সৌহার্দ্য। সঙ্গে সঙ্গে বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে সন্ধ্যা ৬টা থেকে স্থানীয়রাসহ খুঁজতে শুরু করে। পরে রাতে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে তারা।
নিখোঁজ সৌহার্দ্যের বন্ধু মেঘলা আজকের পত্রিকাকে জানায়, ‘আজ সকাল থেকে বিলে এসে বসে আছি। সৌহার্দ্য আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এখনো ভাবতেই পারছি না সৌহার্দ্যর কিছু হয়েছে! ইচ্ছে ছিল ওর বার্থ ডেতে সারপ্রাইজ করব। কিন্তু সেই ভাগ্য আর হইল না।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা বিলে খুঁজছেন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।’

জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রকে ২০ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। আজ শনিবার সকাল থেকে ওই বিলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হয় সে।
নিখোঁজ স্কুলছাত্রের নাম সৌহার্দ্য (১৬)। সে মাদারগঞ্জ উপজেলার দীঘলকান্দি এলাকার অধ্যাপক শাজাহানের ছোট ছেলে। জামালপুর শহরের বেলটিয়া উচ্চবিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে। এ কারণে সে দীর্ঘদিন ধরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় থাকত।
পুলিশ ও স্থানীয়রা বলছে, নিখোঁজ সৌহার্দ্য ও তার চার বন্ধু জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা গোসল করতে বিলে নামে। এ সময় পানিতে ডুবে যায় সৌহার্দ্য। সঙ্গে সঙ্গে বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে সন্ধ্যা ৬টা থেকে স্থানীয়রাসহ খুঁজতে শুরু করে। পরে রাতে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে তারা।
নিখোঁজ সৌহার্দ্যের বন্ধু মেঘলা আজকের পত্রিকাকে জানায়, ‘আজ সকাল থেকে বিলে এসে বসে আছি। সৌহার্দ্য আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এখনো ভাবতেই পারছি না সৌহার্দ্যর কিছু হয়েছে! ইচ্ছে ছিল ওর বার্থ ডেতে সারপ্রাইজ করব। কিন্তু সেই ভাগ্য আর হইল না।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা বিলে খুঁজছেন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২২ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৭ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৮ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে