গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একটি পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে গত বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে কামাল আকন্দের বাড়িতে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত বুধবার দিবাগত রাতে একই গ্রামের প্রতিপক্ষ আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া রামদা ও লাঠিসোঁটা নিয়ে কামাল আকন্দের বাড়িতে হামলা করেন। এ সময় কামাল আকন্দ তাঁর দুই ছেলে হাবিবুর ও মশিউরকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তাঁরা হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হন। একপর্যায়ে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া তিন সহোদর মিলে বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভালেও ঘরের তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
এ ঘটনায় কামাল হোসেন আকন্দ ২০ জানুয়ারি গফরগাঁও থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে কামাল হোসেন আকন্দ বলেন, ‘আমার ৪০ শতাংশ পৈতৃক জমি ও বসতবাড়ি দখলে নিতে প্রতিবেশী মৃত কামাল হোসেনের ৩ ছেলে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া নানাভাবে ষড়যন্ত্র করছে। এর আগে আমার বসতবাড়ির ৪০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে। গত বুধবার রাতে আমাদের উচ্ছেদ করতে প্রথমে ভাঙচুর ও লুটপাট করার পরে বসতঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।’
এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাঁরা নিজেদের ব্যাপারে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা করেছেন কামাল হোসেন আকন্দ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। পুলিশ তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একটি পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে গত বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে কামাল আকন্দের বাড়িতে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত বুধবার দিবাগত রাতে একই গ্রামের প্রতিপক্ষ আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া রামদা ও লাঠিসোঁটা নিয়ে কামাল আকন্দের বাড়িতে হামলা করেন। এ সময় কামাল আকন্দ তাঁর দুই ছেলে হাবিবুর ও মশিউরকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তাঁরা হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হন। একপর্যায়ে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া তিন সহোদর মিলে বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভালেও ঘরের তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
এ ঘটনায় কামাল হোসেন আকন্দ ২০ জানুয়ারি গফরগাঁও থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে কামাল হোসেন আকন্দ বলেন, ‘আমার ৪০ শতাংশ পৈতৃক জমি ও বসতবাড়ি দখলে নিতে প্রতিবেশী মৃত কামাল হোসেনের ৩ ছেলে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া নানাভাবে ষড়যন্ত্র করছে। এর আগে আমার বসতবাড়ির ৪০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে। গত বুধবার রাতে আমাদের উচ্ছেদ করতে প্রথমে ভাঙচুর ও লুটপাট করার পরে বসতঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।’
এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাঁরা নিজেদের ব্যাপারে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা করেছেন কামাল হোসেন আকন্দ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। পুলিশ তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে