জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা কারাগারে বন্দীরা মুক্তির দাবিতে মিছিল ও অগ্নিসংযোগ করেছেন। এ নিয়ে হঠাৎ উত্তেজনা দেখা দিলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন।
এ ঘটনায় তিনজন কারারক্ষী আহত হয়েছেন। তাঁরা হলেন রুকনুজ্জামান (৫০), সাদেক আলী (৪৫) ও জাহিদুল ইসলাম (৪১)। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিট থেকে হঠাৎ ফাঁকা গুলিবর্ষণ শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত ফাঁকা গুলি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত সরে পড়েন।
কারাগারের একটি সূত্র থেকে জানা গেছে, রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি পেয়েছে। তবে এ সুযোগে অন্য বন্দীরাও কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মুক্তির দাবিতে কারাগারের ভেতর বন্দীরা উত্তেজিত হয়ে মিছিল ও অগ্নিসংযোগ শুরু করেন। তাঁরা জোর করে সেল খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে জেলারকে জিম্মি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় বেশ উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষী ফাঁকা গুলিবর্ষণ শুরু করেন। এ সময় কারাগারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
জামালপুর জেলা কারাগারে জেল সুপার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘কারাগার থেকে কোনো কারাবন্দী বের হতে পারেনি। ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন। প্রথম দিকে ফাঁকা গুলিবর্ষণ শব্দ শুনেছি। এখন শোনা যাচ্ছে না।’

জামালপুর জেলা কারাগারে বন্দীরা মুক্তির দাবিতে মিছিল ও অগ্নিসংযোগ করেছেন। এ নিয়ে হঠাৎ উত্তেজনা দেখা দিলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন।
এ ঘটনায় তিনজন কারারক্ষী আহত হয়েছেন। তাঁরা হলেন রুকনুজ্জামান (৫০), সাদেক আলী (৪৫) ও জাহিদুল ইসলাম (৪১)। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিট থেকে হঠাৎ ফাঁকা গুলিবর্ষণ শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত ফাঁকা গুলি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত সরে পড়েন।
কারাগারের একটি সূত্র থেকে জানা গেছে, রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি পেয়েছে। তবে এ সুযোগে অন্য বন্দীরাও কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মুক্তির দাবিতে কারাগারের ভেতর বন্দীরা উত্তেজিত হয়ে মিছিল ও অগ্নিসংযোগ শুরু করেন। তাঁরা জোর করে সেল খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে জেলারকে জিম্মি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় বেশ উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষী ফাঁকা গুলিবর্ষণ শুরু করেন। এ সময় কারাগারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
জামালপুর জেলা কারাগারে জেল সুপার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘কারাগার থেকে কোনো কারাবন্দী বের হতে পারেনি। ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন। প্রথম দিকে ফাঁকা গুলিবর্ষণ শব্দ শুনেছি। এখন শোনা যাচ্ছে না।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২২ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৩ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে