জামালপুর প্রতিনিধি

জামালপুরে চুরি হওয়া তিনটি গরু উদ্ধারের ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে সদর উপজেলার লাহারি কান্দা এলাকার আসলাম সওদাগরের বাড়ির গোয়াল ঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার আসলাম সওদাগর (২৭) ও আনোয়ার হোসেন (২৪) ওই এলাকার বাসিন্দা। এর মধ্যে আসলাম সওদাগর স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে বর্তমানে সে ছাত্রলীগের কোন পদে নেই।’
পুলিশ জানায়, গত রোববার রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোড়ারকান্দা এলাকার জনৈক সোরহাব হোসেনের বাড়ি থেকে দুইটি এবং একই এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে গত ১০ অক্টোবর রাতে একটি গরু চুরি হয়।
চুরির পর সোরহাব হোসেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আসলাম সওদাগরের গোয়াল ঘরে তিনটি গরু থাকার কথা জানতে পারেন। পরে সোরহাব হোসেন গতকাল লাহারিকান্দা এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন আসলাম সওদাগরের বাড়িতে যান। বাড়িতে গিয়ে গোয়াল ঘরের গরু তিনটি দেখেন এবং তাঁর গরু দুইটি শনাক্ত করেন।
পরে স্থানীয়দের নিয়ে আসলাম সওদাগরের বাড়িতে গেলে হট্টগোল বাঁধে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন এবং গরুসহ ছাত্রলীগের সাবেক নেতা ও তাঁর ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে সোরহাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তিনটি গরুসহ দুজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

জামালপুরে চুরি হওয়া তিনটি গরু উদ্ধারের ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে সদর উপজেলার লাহারি কান্দা এলাকার আসলাম সওদাগরের বাড়ির গোয়াল ঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার আসলাম সওদাগর (২৭) ও আনোয়ার হোসেন (২৪) ওই এলাকার বাসিন্দা। এর মধ্যে আসলাম সওদাগর স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে বর্তমানে সে ছাত্রলীগের কোন পদে নেই।’
পুলিশ জানায়, গত রোববার রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোড়ারকান্দা এলাকার জনৈক সোরহাব হোসেনের বাড়ি থেকে দুইটি এবং একই এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে গত ১০ অক্টোবর রাতে একটি গরু চুরি হয়।
চুরির পর সোরহাব হোসেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আসলাম সওদাগরের গোয়াল ঘরে তিনটি গরু থাকার কথা জানতে পারেন। পরে সোরহাব হোসেন গতকাল লাহারিকান্দা এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন আসলাম সওদাগরের বাড়িতে যান। বাড়িতে গিয়ে গোয়াল ঘরের গরু তিনটি দেখেন এবং তাঁর গরু দুইটি শনাক্ত করেন।
পরে স্থানীয়দের নিয়ে আসলাম সওদাগরের বাড়িতে গেলে হট্টগোল বাঁধে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন এবং গরুসহ ছাত্রলীগের সাবেক নেতা ও তাঁর ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে সোরহাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তিনটি গরুসহ দুজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১৪ মিনিট আগে
সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
৪৪ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে