Ajker Patrika

স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ১৪
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত স্ত্রী। ছবি: আজকের পত্রিকা
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া তাঁদের ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এবং মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মো. আরমান মামলার সাক্ষ্য চলাকালে মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর পলাতক থাকায় আবদুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত ব্যক্তির স্ত্রী হাফিজা খাতুন (৪২) ও তাঁর প্রেমিক আবদুল্লাহ আল মাসুম (৩৬)।

আদালত ও মামলার নথির বরাত দিয়ে সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো. শামীম উল আজম খান জানান, ২০১১ সালের ২৮ জুন মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকার দুবাইপ্রবাসী হেলাল উদ্দিনকে গলা কেটে হত্যা করা হয়। হাফিজা খাতুন তাঁর প্রবাসফেরত স্বামীকে হত্যার জন্য সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুমকে নিয়ে পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ান হাফিজা। এরপর মাসুম ও তাঁর এক সহযোগী বাড়িতে গিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেন। পরে এ ঘটনাকে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।

এ ঘটনায় নিহত হেলাল উদ্দিনের বোন সাফিয়া আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ হাফিজা খাতুন, তাঁর প্রেমিক আবদুল্লাহ আল মাসুম ও মো. আরমান নামের তিনজনের নামে আদালতে চার্জশিট দেয়।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সাজেদুর রহমান এবং রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো. শামীম উল আজম খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত