Ajker Patrika

খেলা দেখতে গেলেন মালিক, চোর নিয়ে গেল গরু

নেত্রকোনা প্রতিনিধি
খেলা দেখতে গেলেন মালিক, চোর নিয়ে গেল গরু

নেত্রকোনার মদনে গরু চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়। 

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার কেশজানি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী এলাকার দষাশি গ্রামে একটি জঙ্গল থেকে পাঁচটি গরু উদ্ধার করে। 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার জয়পাশা গ্রামের চাঁন মিয়ার ছেলে জোসেফ মিয়া (৩৫) ও কেশজানি গ্রামের লালচান মিয়ার ছেলে মাসুদ রানা (৩০)। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কেশজানি গ্রামের লুৎফর রহমান ২৩ নভেম্বর রাতে গোয়াল ঘর তালাবদ্ধ করে কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যান পাশের দোকানে। পরে খেলা দেখে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু না পেয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই দুই চোরকে গ্রেপ্তার করে তাঁদের দেওয়া তথ্যে পাঁচটি গরু উদ্ধার করে পুলিশ। 

মদন থানার পরিদর্শক (তদন্ত) মাজেদুল ইসলাম জানান, জোসেফ ও মাসুদকে গ্রেপ্তার করে তাঁদের দেওয়া তথ্যে গরুগুলো উদ্ধার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত