Ajker Patrika

‘অপহরণের’ দুই মাস পর কিশোরী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
‘অপহরণের’ দুই মাস পর কিশোরী উদ্ধার

অপহরণের দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা জেলার আশুলিয়ার কান্দাইল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা পিবিআইয়ের উপপরিদর্শক পংকজ কুমার আচার্য মামলার নথির বরাত দিয়ে বলেন, ওই কিশোরীর বাড়ি জামালপুর জেলায়। তবে তারা ময়মনসিংহে থাকেন। প্রায় ৪ মাস আগে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে মো. সুমন মিয়ার (২৭) সঙ্গে। এরপর থেকে ওই কিশোরী কলেজে যাওয়া আসার পথে সুমন মিয়া তাকে বিরক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই কিশোরীর পরিবার জানতে পেরে সুমন মিয়াকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন।

এরই জেরে গত ২ এপ্রিল ওই কিশোরী কলেজে যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে যায় সুমন। পরে এই ঘটনায় কিশোরীকে উদ্ধারে আদালতে মামলা করে পরিবার। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আজ মঙ্গলবার আদালতে তোলা হলে ওই কিশোরী স্বীকার করে যে, সুমন মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে সুমনের সঙ্গে পালিয়ে যায় সে। পরে আদালত ওই কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত