Ajker Patrika

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী কুইন্টার পাস করল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৫: ৫৬
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী কুইন্টার পাস করল

নেত্রকোনার দুর্গাপুরে মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই কুইন্টার ঘাগ্রা জিপিএ-৩ পেয়েছে। আজ রোববার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুইন্টার ঘাগ্রার বড় ভাই জাল সেং ঘাগ্রা। 

ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী কুইন্টার ঘাগ্রা দুর্গাপুর পৌর শহরের আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার বাড়ি পার্শ্ববর্তী উপজেলার কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে। বাবার নাম সিলভেস্টার ঘাগ্রা। 

ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট কুইন্টার ঘাগ্রার এইচএসসি পরীক্ষা শুরু হয়। চলতি পরীক্ষার ২৭ আগস্ট সকালে কুইন্টারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ছিল। কিন্তু ওই দিনই ভোরে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তার মা হেলিমা ঘাগ্রা। তাদের বাড়িতে যখন চলছিল আহাজারি, সেই সময় মায়ের লাশ বাড়িতে রেখে দুচোখে জল নিয়েই পরীক্ষার টেবিলে বসেছিল কুইন্টার ঘাগ্রা। পরে পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরলে মায়ের লাশ সমাধির কাজ সম্পন্ন করে পরিবার। 

কুইন্টার ঘাগ্রা বলে, ‘আমার রেজাল্ট দেখে যেতে পারল না মা। রেজাল্ট তেমন ভালো হয়নি। তারপরও তাতে খুশি আছি।’

বড় ভাই জাল সেং ঘাগ্রা বলেন, ‘তার এই ফলাফলে আমরা খুশি হয়েছি। অনেক প্রতিকূলতার মধ্যেও পরীক্ষায় অংশ নিয়ে যা পেয়েছে ভালো করেছে সে। পরীক্ষার সময় মা মারা না গেলে হয়তো সে আরও ভালো করতে পারত।’

আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের প্রভাষক নুর মোহাম্মদ বলেন, ‘ছেলেটি অত্যন্ত ভালো। পরীক্ষা চলাকালে ওর মা মারা যায়। সেদিন মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়। তারপরের বাকি পরীক্ষাগুলো সে খুবই হতাশা নিয়ে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ