Ajker Patrika

চুরি হওয়া ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
চুরি হওয়া ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ময়মনসিংহে আবুল মুনসুর নামের এক ব্যক্তির টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিজ বাসা থেকে চুরি হওয়ার ১১ দিন উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

ওসি বলেন, গত ৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর ইটাখোলা রোডে আবুল মুনসুর নামের এক ব্যক্তির বাসায় চুরির ঘটনা ঘটে। আবুল মুনসুরসহ পরিবারের লোকজন ঘটনার কিছুদিন আগ থেকে ঢাকায় অবস্থান করার সুযোগে চোরেরা দিনের বেলায় বাসার মূল গেট টপকে বাসা ও রুমের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

পরে অভিযোগের প্রেক্ষিতে সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে গত ১৩ জানুয়ারি অভিযান চালিয়ে মাহফুজুর রহমান তুহিনকে (২০) গ্রেপ্তার করা হয়। 

পরে আদালতের মাধ্যমে তাঁকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্যমতে পাঁচ লাখ টাকা ও ১টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের বালা, ১ টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যদিও আবুল মুনসুরের দাবি স্বর্ণালংকার ছাড়াও তাঁর সাত লাখ টাকা চুরি হয়েছে। মাহফুজুর রহমান তুহিনের নামে আরও একাধিক মামলা রয়েছে। বাকি টাকা উদ্ধারে আরও রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত