নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পি (১৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শিক্ষার্থীরা এই অবরোধ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাছুম পারভেজ, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল করিম, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ও চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক ওবায়দুর রহমান সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
গত ৩০ জানুয়ারি রাতে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে রাত ৯টার দিকে দুর্বৃত্তরা নওশাদ আহমেদ বাপ্পিকে মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। মমেকে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি দুপুরে মারা যান নওশাদ আহমেদ বাপ্পি। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে নওশাদ আহমেদ বাপ্পির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নান্দাইলে কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পি (১৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শিক্ষার্থীরা এই অবরোধ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাছুম পারভেজ, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল করিম, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ও চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক ওবায়দুর রহমান সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
গত ৩০ জানুয়ারি রাতে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে রাত ৯টার দিকে দুর্বৃত্তরা নওশাদ আহমেদ বাপ্পিকে মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। মমেকে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি দুপুরে মারা যান নওশাদ আহমেদ বাপ্পি। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে নওশাদ আহমেদ বাপ্পির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে দুটি অতিথি পাখি হত্যার অপরাধে মো. রানা (৩০) নামের এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৭টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিসে নিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
২ ঘণ্টা আগে