গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহায় ময়মনসিংহের গৌরীপুরে কোরবানির হাটের চমক ‘লাল মানিক’। এর মালিক উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মো. আব্দুল খালেক (৫৫)। তিনি দাবি করেন, ফ্রিজিয়ান জার্সি জাতের ষাঁড়টির ওজন ৯২০ কেজি। চার দাঁতের তিন বছর বয়সী ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা।
ষাঁড়টিকে সন্তানের স্নেহে লালনপালন করেন আব্দুল খালেকের স্ত্রী নাজমা আক্তার। প্রতিদিন সময়মতো খাবার দেওয়া, গোসল করানো এবং মশারি খাটানো তিনিই করে থাকেন। এ কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম (১৯)। তাই মা-ছেলের সঙ্গে লাল মানিকের সখ্য একটু বেশি।
জানা গেছে, লাল মানিককে প্রতিদিন খেতে দিতে হয় চিড়া, কলা, ভুসি, চালের কুড়া ও ঠান্ডা শরবত। এ জন্য দৈনিক খরচ হয় প্রায় হাজার টাকা। তার থাকার ঘরে রয়েছে সিলিং ফ্যান। লোডশেডিংয়ে রাখা হয়েছে সৌরবিদ্যুৎচালিত ফ্যানের ব্যবস্থা। রয়েছে মশারিও। রীতিমতো বিলাসী জীবন যাপনে অভ্যস্ত লাল মানিক।
প্রতিবেশী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের এ অঞ্চলের সবচেয়ে বড় ষাঁড় লাল মানিক। এটি দেখতে বড়, গায়ের রং অনেক সুন্দর ও চকচকে। ষাঁড়টিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই লোকজন আসে।’
প্রাণিসম্পদ কার্যালয় বলছে, উপজেলায় এবার চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানির পশু। ওজনে ৫০০ কেজির ওপরে আছে শতাধিক। এগুলোর বেশির ভাগই শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের দেশি ক্রস।
গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, এবার কোরবানির পশুর চাহিদা ৭ হাজার ৪০০টি। প্রস্তুত রয়েছে ৮ হাজার ৭৮৮টি পশু। এর মধ্যে গরু ৪ হাজার ৪৫৫টি, ছাগল ও ভেড়া ৪ হাজার ৩৪৩টি।

আসন্ন ঈদুল আজহায় ময়মনসিংহের গৌরীপুরে কোরবানির হাটের চমক ‘লাল মানিক’। এর মালিক উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মো. আব্দুল খালেক (৫৫)। তিনি দাবি করেন, ফ্রিজিয়ান জার্সি জাতের ষাঁড়টির ওজন ৯২০ কেজি। চার দাঁতের তিন বছর বয়সী ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা।
ষাঁড়টিকে সন্তানের স্নেহে লালনপালন করেন আব্দুল খালেকের স্ত্রী নাজমা আক্তার। প্রতিদিন সময়মতো খাবার দেওয়া, গোসল করানো এবং মশারি খাটানো তিনিই করে থাকেন। এ কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম (১৯)। তাই মা-ছেলের সঙ্গে লাল মানিকের সখ্য একটু বেশি।
জানা গেছে, লাল মানিককে প্রতিদিন খেতে দিতে হয় চিড়া, কলা, ভুসি, চালের কুড়া ও ঠান্ডা শরবত। এ জন্য দৈনিক খরচ হয় প্রায় হাজার টাকা। তার থাকার ঘরে রয়েছে সিলিং ফ্যান। লোডশেডিংয়ে রাখা হয়েছে সৌরবিদ্যুৎচালিত ফ্যানের ব্যবস্থা। রয়েছে মশারিও। রীতিমতো বিলাসী জীবন যাপনে অভ্যস্ত লাল মানিক।
প্রতিবেশী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের এ অঞ্চলের সবচেয়ে বড় ষাঁড় লাল মানিক। এটি দেখতে বড়, গায়ের রং অনেক সুন্দর ও চকচকে। ষাঁড়টিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই লোকজন আসে।’
প্রাণিসম্পদ কার্যালয় বলছে, উপজেলায় এবার চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানির পশু। ওজনে ৫০০ কেজির ওপরে আছে শতাধিক। এগুলোর বেশির ভাগই শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের দেশি ক্রস।
গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, এবার কোরবানির পশুর চাহিদা ৭ হাজার ৪০০টি। প্রস্তুত রয়েছে ৮ হাজার ৭৮৮টি পশু। এর মধ্যে গরু ৪ হাজার ৪৫৫টি, ছাগল ও ভেড়া ৪ হাজার ৩৪৩টি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১০ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২২ মিনিট আগে