শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের রাত থেকে শেরপুর-ঢাকাসহ ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে সমাবেশে যোগ দেওয়ার জন্য আজ শনিবার সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে ট্রলারে করে ময়মনসিংহের সমাবেশে যোগ দিয়েছেন।
জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাট থেকে ট্রলারযোগে ময়মনসিংহে উদ্দ্যেশে রওনা দেন। সাতপাকিয়া ঘাট থেকে ময়মনসিংহ পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১০টি ট্রলার ময়মনসিংহের উদ্দ্যেশে ছেড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান জীবন বলেন, বিএনপির নেতা–কর্মীরা যেন ময়মনসিংহে সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছে। এ জন্য বিকল্প উপায়ে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
এদিকে শনিবার সকালে শহরের গৌরীপুর এলাকার নতুন বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা বাস কাউন্টারটি বন্ধ রয়েছে। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে থেমে আছে বাসগুলো। বাস বন্ধের বিষয়টি বেশির ভাগ যাত্রীরাই জানেন না। তাই বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই।
জেলা বাস কোচ মালিক সমিতি সূত্র জানায়, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে শনিবার সকাল থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বেসরকারি চাকরিজীবী মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমি গাজীপুরে একটি প্রতিষ্ঠানে চাকরি করি। ছুটিতে বাড়ি এসেছিলাম। আগামীকাল সকালে অফিসে যেতে না পারলে খুব সমস্যা হবে।’
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘সকালে ঢাকা যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস ছাড়ছে না। কখন নাগাদ ছাড়বে তাও বলতে পারছে না। খুবই সমস্যা পড়ে গেলাম।’
এ ব্যাপারে জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সংঘর্ষ হয়েছে। আজও সেখানে উত্তেজনা বিরাজ করছে। তাই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববার থেকে যথারীতি বাস চলাচল করবে।

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের রাত থেকে শেরপুর-ঢাকাসহ ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে সমাবেশে যোগ দেওয়ার জন্য আজ শনিবার সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে ট্রলারে করে ময়মনসিংহের সমাবেশে যোগ দিয়েছেন।
জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাট থেকে ট্রলারযোগে ময়মনসিংহে উদ্দ্যেশে রওনা দেন। সাতপাকিয়া ঘাট থেকে ময়মনসিংহ পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১০টি ট্রলার ময়মনসিংহের উদ্দ্যেশে ছেড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান জীবন বলেন, বিএনপির নেতা–কর্মীরা যেন ময়মনসিংহে সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছে। এ জন্য বিকল্প উপায়ে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
এদিকে শনিবার সকালে শহরের গৌরীপুর এলাকার নতুন বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা বাস কাউন্টারটি বন্ধ রয়েছে। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে থেমে আছে বাসগুলো। বাস বন্ধের বিষয়টি বেশির ভাগ যাত্রীরাই জানেন না। তাই বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই।
জেলা বাস কোচ মালিক সমিতি সূত্র জানায়, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে শনিবার সকাল থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বেসরকারি চাকরিজীবী মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমি গাজীপুরে একটি প্রতিষ্ঠানে চাকরি করি। ছুটিতে বাড়ি এসেছিলাম। আগামীকাল সকালে অফিসে যেতে না পারলে খুব সমস্যা হবে।’
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘সকালে ঢাকা যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস ছাড়ছে না। কখন নাগাদ ছাড়বে তাও বলতে পারছে না। খুবই সমস্যা পড়ে গেলাম।’
এ ব্যাপারে জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সংঘর্ষ হয়েছে। আজও সেখানে উত্তেজনা বিরাজ করছে। তাই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববার থেকে যথারীতি বাস চলাচল করবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে