ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় রাতের আধারে সংরক্ষিত বনভূমির গভীর অরণ্য থেকে প্রায় দুই শতাধিক গজারি ও আকাশমণি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে একসঙ্গে প্রায় ১০০ গাছ কাটার পর এ খবর পাওয়া গেছে। আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুর রশিদের বিরুদ্ধে এসব গাছ কাটার অভিযোগ উঠেছে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ি মৌজায় বনের গেজেটভুক্ত সিএস-৪৩৮ নম্বর দাগে চেচুয়ার মোড় রাধুর ভিটা নামক স্থানে শনিবার রাতের আঁধারে গজারি ও আকাশমণি ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ গাছ কাটে দুর্বৃত্তরা। এর আগে আরও ১০০টি গাছ কাটে তাঁরা। স্থানটি গভীর অরণ্য হওয়ায় সেখানে মানুষের পদচারণা না থাকায় বিষয়টি জানা যায়নি। সংরক্ষিত বনভূমি থেকে গাছ কাঁটার ফলে বনভূমি বিরান ভূমিতে পরিণত হচ্ছে। এতে বন্যপ্রাণী হুমকির মুখে পড়ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভালুকা শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামাল আজকের পত্রিকাকে বলেন, বনের গাছ কেটে আগুনে পুড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে দুর্বৃত্তরা। এতে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
বন বিভাগের ভালুকা রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত) রইছ উদ্দিন বলেন, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুর রশিদ তার লোকজন দিয়ে গাছ কেটে ও আগুন দিয়ে পুড়িয়ে বনভূমি দখলের চেষ্টা করছেন। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কিছুসংখ্যক কাটা গাছ জব্দ করেছি।
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুর রশিদ বনের জমি থেকে গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, ‘আমি ওই জমি অনেক আগেই বিক্রি করে দিয়েছি। ওই জমির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।’
সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুর রশিদ সাহেব হাইকোর্ট থেকে একটি নিষেধাজ্ঞা আনেন। আমরা জবাব দেওয়ার আগেই বনের গাছগুলো কেটে ফেলেছে। আমরা জবাব দেব এবং তাঁর বিরুদ্ধে মামলাও দেব।’

ময়মনসিংহের ভালুকায় রাতের আধারে সংরক্ষিত বনভূমির গভীর অরণ্য থেকে প্রায় দুই শতাধিক গজারি ও আকাশমণি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে একসঙ্গে প্রায় ১০০ গাছ কাটার পর এ খবর পাওয়া গেছে। আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুর রশিদের বিরুদ্ধে এসব গাছ কাটার অভিযোগ উঠেছে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ি মৌজায় বনের গেজেটভুক্ত সিএস-৪৩৮ নম্বর দাগে চেচুয়ার মোড় রাধুর ভিটা নামক স্থানে শনিবার রাতের আঁধারে গজারি ও আকাশমণি ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ গাছ কাটে দুর্বৃত্তরা। এর আগে আরও ১০০টি গাছ কাটে তাঁরা। স্থানটি গভীর অরণ্য হওয়ায় সেখানে মানুষের পদচারণা না থাকায় বিষয়টি জানা যায়নি। সংরক্ষিত বনভূমি থেকে গাছ কাঁটার ফলে বনভূমি বিরান ভূমিতে পরিণত হচ্ছে। এতে বন্যপ্রাণী হুমকির মুখে পড়ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভালুকা শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামাল আজকের পত্রিকাকে বলেন, বনের গাছ কেটে আগুনে পুড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে দুর্বৃত্তরা। এতে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
বন বিভাগের ভালুকা রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত) রইছ উদ্দিন বলেন, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুর রশিদ তার লোকজন দিয়ে গাছ কেটে ও আগুন দিয়ে পুড়িয়ে বনভূমি দখলের চেষ্টা করছেন। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কিছুসংখ্যক কাটা গাছ জব্দ করেছি।
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুর রশিদ বনের জমি থেকে গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, ‘আমি ওই জমি অনেক আগেই বিক্রি করে দিয়েছি। ওই জমির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।’
সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুর রশিদ সাহেব হাইকোর্ট থেকে একটি নিষেধাজ্ঞা আনেন। আমরা জবাব দেওয়ার আগেই বনের গাছগুলো কেটে ফেলেছে। আমরা জবাব দেব এবং তাঁর বিরুদ্ধে মামলাও দেব।’

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে