গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

নারী শিক্ষা কর্মকর্তার ছবি এডিটিংয়ের মাধ্যমে ‘অশ্লীলভাবে’ উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরের এক সহকারী শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ওই শিক্ষকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. মসিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিটি আইনে অভিযুক্ত ওই শিক্ষককে এ সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুজন অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত। সোমবার আসামির উপস্থিতিতে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. বজলুর রহমান এই রায় ঘোষণা করেন।
আইনজীবী মসিউর রহমান বলেন, তৎকালীন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের ছবি অশ্লীলভাবে কাটিং করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আসামি লাজুক। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি লাজুককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত স্কুলশিক্ষক হলেন—কয়েস আল কায়কোবাদ ওরফে লাজুক (৪০)। তিনি উপজেলার ৫০ নম্বর ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার বাদী মনিকা পারভীন এ রায়ে সন্তোষ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। তিনি অপরাধে জড়ালে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়। লাজুকের এ শাস্তি সবার জন্য একটি সতর্কবার্তা।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারি তৎকালীন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন লাজুকসহ ৩ জনকে আসামি করে আদালতে এই মামলাটি দায়ের করেন।

নারী শিক্ষা কর্মকর্তার ছবি এডিটিংয়ের মাধ্যমে ‘অশ্লীলভাবে’ উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরের এক সহকারী শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ওই শিক্ষকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. মসিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিটি আইনে অভিযুক্ত ওই শিক্ষককে এ সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুজন অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত। সোমবার আসামির উপস্থিতিতে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. বজলুর রহমান এই রায় ঘোষণা করেন।
আইনজীবী মসিউর রহমান বলেন, তৎকালীন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের ছবি অশ্লীলভাবে কাটিং করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আসামি লাজুক। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি লাজুককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত স্কুলশিক্ষক হলেন—কয়েস আল কায়কোবাদ ওরফে লাজুক (৪০)। তিনি উপজেলার ৫০ নম্বর ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার বাদী মনিকা পারভীন এ রায়ে সন্তোষ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। তিনি অপরাধে জড়ালে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়। লাজুকের এ শাস্তি সবার জন্য একটি সতর্কবার্তা।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারি তৎকালীন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন লাজুকসহ ৩ জনকে আসামি করে আদালতে এই মামলাটি দায়ের করেন।

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২২ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে