Ajker Patrika

সিরাজদিখানে স্কুলছাত্রের সন্ধানে মানববন্ধন শেষে থানা ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সিরাজদিখানে স্কুলছাত্রের সন্ধানে মানববন্ধন শেষে থানা ভাঙচুর
থানায় থাকা গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মুন্সীগঞ্জে স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে মানববন্ধন শেষে সিরাজদিখান থানা ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। থানার দরজা ও জানালা, আসবাবপত্র ও পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, আজ সকালে সিরাজদিখান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা এতে অংশ নেন। মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদিখান থানায় হামলা চালায়। এ সময় পাঁচটি গাড়ি, থানার ভেতর দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেছে।

সিরাজদিখান থানায় স্থানীয় ও শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
সিরাজদিখান থানায় স্থানীয় ও শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, মানববন্ধন শেষে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বেশ কিছু গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। মানববন্ধনকারীরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছে।

উল্লেখ্য, জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত