Ajker Patrika

লাউয়াছড়ায় বনের গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজার প্রতিনিধি
লাউয়াছড়ায় বনের গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা
লাউয়াছড়া সংরক্ষিত বন অতিক্রম করার সময় হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বন অতিক্রম করার সময় রেললাইনের ওপর হেলে পড়া একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। বৃহস্পতিবার (২৯ মে) সকালে লাউয়াছড়া সংরক্ষিত বন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গাছটি ভোরে কোনো এক সময় ঝোড়ো হাওয়ায় রেললাইনের ওপর হেলে পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনটি দ্রুতগতিতে থাকলেও চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল সড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, ‘লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তনগর ট্রেন কালনীর ধাক্কা লেগে ইঞ্জিনের কিছুটা ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। লাউয়াছড়া বনের ভেতরে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত