প্রতিনিধি, মৌলভীবাজার

মাচায় দুলছে হলুদ, কালো ও সবুজ রঙের অসংখ্য তরমুজ। বাহারি রঙের এমন তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও বেশ সুস্বাদু। একনজর দেখতে ভিড় করছেন এলাকার মানুষ।
এক জমিতে তিন রঙের এমন তরমুজের দেখা মিলবে কমলগঞ্জ উপজেলায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্ল্যাক বেবি, মধুমালা ও হলুদ রঙ্গের ল্যান ফেই জাতের তরমুজ সবুজ পাতার ফাঁক গলে উঁকি মারছে। বিস্তৃত সবুজ প্রান্তরে ভিন্ন রঙের তরমুজ সৃষ্টি করেছে নয়নাভিরাম দৃশ্যের। কমলগঞ্জের সীমান্তঘেঁষা পাত্রকলা এলাকায় এ তরমুজের চাষ করেছেন আব্দুল মতিন। দুই বিঘা জমি জুড়ে তিন জাতের তরমুজ চাষ করেছেন তিনি।
কথা হয় আব্দুল মতিনের সঙ্গে। তিনি জানান, এরই মধ্যে তরমুজ বিক্রি করা শুরু করেছেন। হলুদ রঙের হাইব্রিড ল্যান ফেই জাতটির সবচেয়ে বেশি ফলন হয়েছে। ফলের ওজন এবং আকারে সবাইকে আকর্ষণ করেছে। শুধু আকার নয় এর স্বাদও অসাধারণ। বাজারে দরও ভালো পাচ্ছেন।
আব্দুল মতিন জানান, তিন জাতের তরমুজ চাষ করতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। আর এখন পর্যন্ত বিক্রি করেছেন ১ লাখ ২০ হাজার টাকার মতো। মাঠে যে পরিমাণ তরমুজ রয়েছে তাতে আরও দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
তবে করোনা পরিস্থিতি না থাকলে আরও লাভ করতে পারতেন বলে মনে করছেন আব্দুল মতিন।
আব্দুল মতিনের তরমুজ খেত দেখতে আসেন স্থানীয় কৃষকেরা। তাঁরাও আগামীতে এই তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। কৃষক সোবহান মিয়া বলেন, এই তরমুজ দেখতে যেমন সুন্দর, খাইতেও অনেক স্বাদ। অনেক মানুষ দূর–দূরান্ত থেকে এ তরমুজের জন্য আসে। অধিক লাভ পাওয়া যাবে। আগামীতে এই তরমুজ চাষের ইচ্ছা আছে।
তরমুজের হাইব্রিড ল্যান ফেই জাতটির গা সবুজ ডোরাকাটা। ভেতরে হলুদ শাঁস। উত্তম পরিচর্যায় একেকটি তরমুজের ওজন হয় ৫ থেকে ৬ কেজি। সারা বছর মাচায় বা মাঠে চাষ করা যায়। ৬৫ থেকে ৭০ দিনে ফল সংগ্রহ করা যায়।
তরমুজ খেত পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ–পরিচালক কাজী লুৎফুল বারী। তিনি জানান, প্রথমবারের মতো গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল তরমুজ চাষের সফলতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনন্দিত। এখন সারা জেলায় তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মাচায় দুলছে হলুদ, কালো ও সবুজ রঙের অসংখ্য তরমুজ। বাহারি রঙের এমন তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও বেশ সুস্বাদু। একনজর দেখতে ভিড় করছেন এলাকার মানুষ।
এক জমিতে তিন রঙের এমন তরমুজের দেখা মিলবে কমলগঞ্জ উপজেলায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্ল্যাক বেবি, মধুমালা ও হলুদ রঙ্গের ল্যান ফেই জাতের তরমুজ সবুজ পাতার ফাঁক গলে উঁকি মারছে। বিস্তৃত সবুজ প্রান্তরে ভিন্ন রঙের তরমুজ সৃষ্টি করেছে নয়নাভিরাম দৃশ্যের। কমলগঞ্জের সীমান্তঘেঁষা পাত্রকলা এলাকায় এ তরমুজের চাষ করেছেন আব্দুল মতিন। দুই বিঘা জমি জুড়ে তিন জাতের তরমুজ চাষ করেছেন তিনি।
কথা হয় আব্দুল মতিনের সঙ্গে। তিনি জানান, এরই মধ্যে তরমুজ বিক্রি করা শুরু করেছেন। হলুদ রঙের হাইব্রিড ল্যান ফেই জাতটির সবচেয়ে বেশি ফলন হয়েছে। ফলের ওজন এবং আকারে সবাইকে আকর্ষণ করেছে। শুধু আকার নয় এর স্বাদও অসাধারণ। বাজারে দরও ভালো পাচ্ছেন।
আব্দুল মতিন জানান, তিন জাতের তরমুজ চাষ করতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। আর এখন পর্যন্ত বিক্রি করেছেন ১ লাখ ২০ হাজার টাকার মতো। মাঠে যে পরিমাণ তরমুজ রয়েছে তাতে আরও দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
তবে করোনা পরিস্থিতি না থাকলে আরও লাভ করতে পারতেন বলে মনে করছেন আব্দুল মতিন।
আব্দুল মতিনের তরমুজ খেত দেখতে আসেন স্থানীয় কৃষকেরা। তাঁরাও আগামীতে এই তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। কৃষক সোবহান মিয়া বলেন, এই তরমুজ দেখতে যেমন সুন্দর, খাইতেও অনেক স্বাদ। অনেক মানুষ দূর–দূরান্ত থেকে এ তরমুজের জন্য আসে। অধিক লাভ পাওয়া যাবে। আগামীতে এই তরমুজ চাষের ইচ্ছা আছে।
তরমুজের হাইব্রিড ল্যান ফেই জাতটির গা সবুজ ডোরাকাটা। ভেতরে হলুদ শাঁস। উত্তম পরিচর্যায় একেকটি তরমুজের ওজন হয় ৫ থেকে ৬ কেজি। সারা বছর মাচায় বা মাঠে চাষ করা যায়। ৬৫ থেকে ৭০ দিনে ফল সংগ্রহ করা যায়।
তরমুজ খেত পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ–পরিচালক কাজী লুৎফুল বারী। তিনি জানান, প্রথমবারের মতো গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল তরমুজ চাষের সফলতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনন্দিত। এখন সারা জেলায় তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে