মৌলভীবাজার প্রতিনিধি

অতিরিক্ত গরমে কমেছে চায়ের উৎপাদন। ফলে কেজি প্রতি ২০-২৫ টাকা বেড়েছে চায়ের দাম। আজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে নিলামের সময় এ তথ্য পাওয়া গেছে।
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিলাম চলে। শ্রীমঙ্গলের পাঁচটি ও চট্টগ্রামের সাতটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৫০ জন বায়ার নিলামে অংশ নেন।
নিলামে ১ লাখ ৮৩ হাজার ৫৩০ দশমিক ৬০ কেজি চা-পাতা নিলামে উঠে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৬৫০ টাকা।
নিলামে কেদার পুরের ব্ল্যাক টি কেজি প্রতি সর্বোচ্চ ৩২৫ টাকা দামে উঠে। তা ছাড়া সাবারি টি প্ল্যান্টেশনের গ্রিনটি প্রতি কেজি ১ হাজার ১৮০ টাকা দামে নিলাম উঠেছে।
এর আগে গত ২০২২-২৩ নিলাম বর্ষের তৃতীয় চা নিলামে ৭৪ হাজার ৩৮০ দশমিক ৪০ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৪ হাজার ৭৯৭ দশমিক ৬০ কেজি, যার মূল্য ৫২ লাখ ৭৬ হাজার ৬৪৪ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ১৮৩ দশমিক ২৩ টাকা।
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী কাজল হাজরা জানান, চট্টগ্রামের চেয়ে শ্রীমঙ্গলের চায়ের দাম একটু বেশি। কেজিতে চট্টগ্রাম থেকে ২০-২৫ টাকা বেশি। তবে নিলামে ৬০ শতাংশ চা বিক্রি হয়েছে।
জালালাবাদ টি ব্রোকার্সের পরিচালক সৈকত আলী খান বলেন, নিলামে শ্রীমঙ্গলের পাঁচটি এবং চট্টগ্রামের সাতটি ব্রোকারস হাউজ অংশ নেয়। এতে প্রায় ১ লাখ ৮৩ হাজারের ওপরে চা অপারিং হয়।
এদিকে বাংলাদেশ চা-বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে পাঁচটি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মধ্যে শুধু বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা বেচা-কেনা করা হবে।

অতিরিক্ত গরমে কমেছে চায়ের উৎপাদন। ফলে কেজি প্রতি ২০-২৫ টাকা বেড়েছে চায়ের দাম। আজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে নিলামের সময় এ তথ্য পাওয়া গেছে।
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিলাম চলে। শ্রীমঙ্গলের পাঁচটি ও চট্টগ্রামের সাতটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৫০ জন বায়ার নিলামে অংশ নেন।
নিলামে ১ লাখ ৮৩ হাজার ৫৩০ দশমিক ৬০ কেজি চা-পাতা নিলামে উঠে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৬৫০ টাকা।
নিলামে কেদার পুরের ব্ল্যাক টি কেজি প্রতি সর্বোচ্চ ৩২৫ টাকা দামে উঠে। তা ছাড়া সাবারি টি প্ল্যান্টেশনের গ্রিনটি প্রতি কেজি ১ হাজার ১৮০ টাকা দামে নিলাম উঠেছে।
এর আগে গত ২০২২-২৩ নিলাম বর্ষের তৃতীয় চা নিলামে ৭৪ হাজার ৩৮০ দশমিক ৪০ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৪ হাজার ৭৯৭ দশমিক ৬০ কেজি, যার মূল্য ৫২ লাখ ৭৬ হাজার ৬৪৪ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ১৮৩ দশমিক ২৩ টাকা।
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী কাজল হাজরা জানান, চট্টগ্রামের চেয়ে শ্রীমঙ্গলের চায়ের দাম একটু বেশি। কেজিতে চট্টগ্রাম থেকে ২০-২৫ টাকা বেশি। তবে নিলামে ৬০ শতাংশ চা বিক্রি হয়েছে।
জালালাবাদ টি ব্রোকার্সের পরিচালক সৈকত আলী খান বলেন, নিলামে শ্রীমঙ্গলের পাঁচটি এবং চট্টগ্রামের সাতটি ব্রোকারস হাউজ অংশ নেয়। এতে প্রায় ১ লাখ ৮৩ হাজারের ওপরে চা অপারিং হয়।
এদিকে বাংলাদেশ চা-বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে পাঁচটি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মধ্যে শুধু বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা বেচা-কেনা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে