মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের বিভিন্ন শহর ও বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। গড়ে তোলা হয়েছে যানবাহনের স্ট্যান্ড। এতে করে চলাচলের পথ সরু হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
মৌলভীবাজার পৌর শহর, শমশেরনগর, মুন্সিবাজার, আদমপুর, শ্রীমঙ্গল শহর, রবিরবাজার, ব্রাহ্মণবাজার, কুলাউড়া, টেংরাবাজার ও রাজনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। অনেক জায়গায় সড়কের অর্ধেক অংশ সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের স্ট্যান্ডের দখলে চলে গেছে। এ ছাড়া সড়কের ওপর গাড়ি পার্ক করে রাখা হয়।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের ভেতর দিয়ে গেছে চাতলাপুর চেকপোস্ট সড়ক। এখানে সড়কে অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস ও ইজিবাইকের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া সড়কের জায়গা দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা হয়েছে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। এ জন্য বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। ফলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।
কুলাউড়া ও রাজনগর উপজেলার কয়েকটি বাজারের ব্যবসায়ীরা জানান, এখানকার সড়কে অনেক দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয় না। এ কারণে যে যাঁর মতো বাজারের ভেতর গাড়ি পার্ক করে রাখেন। দোকানের সামনে গাড়ি পার্ক করে রাখলে ব্যবসায়ীদের লোকসান হয়।
স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ, নাজমুল ইসলামসহ কয়েকজন বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করলে হয়তো সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমে আসত।
জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার এলাকায় সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য চিঠি পাঠানো হবে। যদি তাঁরা নিজ ইচ্ছায় সরে না যান, তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় তাঁদের উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে কথা হলে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা অবৈধভাবে সড়কের জায়গা দখল করে আছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব।’
যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সড়ক বিভাগ যদি আমাদের সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করব। যাঁরা সড়কের জায়গা দখল করে গাড়ি পার্ক করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজারের বিভিন্ন শহর ও বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। গড়ে তোলা হয়েছে যানবাহনের স্ট্যান্ড। এতে করে চলাচলের পথ সরু হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
মৌলভীবাজার পৌর শহর, শমশেরনগর, মুন্সিবাজার, আদমপুর, শ্রীমঙ্গল শহর, রবিরবাজার, ব্রাহ্মণবাজার, কুলাউড়া, টেংরাবাজার ও রাজনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। অনেক জায়গায় সড়কের অর্ধেক অংশ সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের স্ট্যান্ডের দখলে চলে গেছে। এ ছাড়া সড়কের ওপর গাড়ি পার্ক করে রাখা হয়।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের ভেতর দিয়ে গেছে চাতলাপুর চেকপোস্ট সড়ক। এখানে সড়কে অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস ও ইজিবাইকের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া সড়কের জায়গা দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা হয়েছে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। এ জন্য বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। ফলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।
কুলাউড়া ও রাজনগর উপজেলার কয়েকটি বাজারের ব্যবসায়ীরা জানান, এখানকার সড়কে অনেক দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয় না। এ কারণে যে যাঁর মতো বাজারের ভেতর গাড়ি পার্ক করে রাখেন। দোকানের সামনে গাড়ি পার্ক করে রাখলে ব্যবসায়ীদের লোকসান হয়।
স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ, নাজমুল ইসলামসহ কয়েকজন বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করলে হয়তো সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমে আসত।
জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার এলাকায় সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য চিঠি পাঠানো হবে। যদি তাঁরা নিজ ইচ্ছায় সরে না যান, তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় তাঁদের উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে কথা হলে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা অবৈধভাবে সড়কের জায়গা দখল করে আছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব।’
যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সড়ক বিভাগ যদি আমাদের সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করব। যাঁরা সড়কের জায়গা দখল করে গাড়ি পার্ক করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৩ মিনিট আগে