মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হোসনাবাদ চা-বাগানে মজুরির দাবিতে আন্দোলন করছেন চা-শ্রমিকেরা। আজ সোমবার তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যান শ্রমিকেরা। ফলে বন্ধ রয়েছে বাগানের সব কার্যক্রম।
চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি দেওয়ার দিনে চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিতে পারেনি। গত শনিবার থেকে চা-বাগানে শ্রমিকদের এই কর্মবিরতি চলছে।
আজ হোসনাবাদ চা বাগানে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা বাগানের কাজ বন্ধ রেখে ম্যানেজারের অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নন্দরানী চা-বাগানের বট তলায় যান শ্রমিকেরা। সেখানে শ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, বালিশিরা ভ্যালির সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, উপদেষ্টা সুভাষ রবিদাশ প্রমুখ।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা জানান, মজুরি না পেয়ে অনেক কষ্টে চলছেন। দ্রুত সময়ের মধ্যে মজুরি দেওয়া না হলে শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামবেন বলে তাঁদের জানিয়েছেন। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে চা-শ্রমিক ইউনিয়ন নেতারা অবশ্যই পাশে থাকবেন। হোসনাবাদ চা বাগানের এই ধরনের মজুরি আটকে রাখার ঘটনা আজ নতুন নয়। তাঁরা সরকারের কাছে দাবি জানান এই চা বাগানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
হোসনাবাদ চা-বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক মালেক মিয়া বলেন, ‘আমরা এই বাগানে ভালো চিকিৎসা পাই না। রেশন পাই না। এখন কয়দিন পর পর মজুরির জন্য আন্দোলন করতে হয়। কয়েক মাস পর পর আমাদের মজুরি বন্ধ করে দেন বাগান মালিক। প্রতি বৃহস্পতিবারে আমাদের চা-বাগানে মজুরি দেওয়ার কথা থাকলেও অনেক সময় তা আটকে যায়। চা-শ্রমিকেরা এই মজুরি দিয়ে সারা সপ্তাহের বাজার করেন।
মালেক মিয়া আরও বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি। বলা হয়েছে পরে দেবেন। বৃহস্পতিবার গিয়ে আজ সোমবার এলেও এখন পর্যন্ত কেউ মজুরি পাইনি। এখন টাকা না থাকায় অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের মজুরি না দিলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি।’
হোসনাবাদ চা-বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের চা-বাগানের মালিক বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যায় আছেন। এ কারণে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে না। আমি এই চা-বাগানে দুই মাস হয় যুক্ত হয়েছি। এই দুই মাসের ভেতরে এমনটি হয়নি। প্রতি বৃহস্পতিবার আমাদের কাছে টাকা আসে। আমি স্টাফ এর মাধ্যমে টাকাগুলো মজুরি হিসেবে বিতরণ করি। আমি মালিকদের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুতই শ্রমিকেরা মজুরি পাবেন।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হোসনাবাদ চা-বাগানে মজুরির দাবিতে আন্দোলন করছেন চা-শ্রমিকেরা। আজ সোমবার তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যান শ্রমিকেরা। ফলে বন্ধ রয়েছে বাগানের সব কার্যক্রম।
চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি দেওয়ার দিনে চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিতে পারেনি। গত শনিবার থেকে চা-বাগানে শ্রমিকদের এই কর্মবিরতি চলছে।
আজ হোসনাবাদ চা বাগানে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা বাগানের কাজ বন্ধ রেখে ম্যানেজারের অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নন্দরানী চা-বাগানের বট তলায় যান শ্রমিকেরা। সেখানে শ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, বালিশিরা ভ্যালির সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, উপদেষ্টা সুভাষ রবিদাশ প্রমুখ।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা জানান, মজুরি না পেয়ে অনেক কষ্টে চলছেন। দ্রুত সময়ের মধ্যে মজুরি দেওয়া না হলে শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামবেন বলে তাঁদের জানিয়েছেন। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে চা-শ্রমিক ইউনিয়ন নেতারা অবশ্যই পাশে থাকবেন। হোসনাবাদ চা বাগানের এই ধরনের মজুরি আটকে রাখার ঘটনা আজ নতুন নয়। তাঁরা সরকারের কাছে দাবি জানান এই চা বাগানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
হোসনাবাদ চা-বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক মালেক মিয়া বলেন, ‘আমরা এই বাগানে ভালো চিকিৎসা পাই না। রেশন পাই না। এখন কয়দিন পর পর মজুরির জন্য আন্দোলন করতে হয়। কয়েক মাস পর পর আমাদের মজুরি বন্ধ করে দেন বাগান মালিক। প্রতি বৃহস্পতিবারে আমাদের চা-বাগানে মজুরি দেওয়ার কথা থাকলেও অনেক সময় তা আটকে যায়। চা-শ্রমিকেরা এই মজুরি দিয়ে সারা সপ্তাহের বাজার করেন।
মালেক মিয়া আরও বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি। বলা হয়েছে পরে দেবেন। বৃহস্পতিবার গিয়ে আজ সোমবার এলেও এখন পর্যন্ত কেউ মজুরি পাইনি। এখন টাকা না থাকায় অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের মজুরি না দিলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি।’
হোসনাবাদ চা-বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের চা-বাগানের মালিক বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যায় আছেন। এ কারণে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে না। আমি এই চা-বাগানে দুই মাস হয় যুক্ত হয়েছি। এই দুই মাসের ভেতরে এমনটি হয়নি। প্রতি বৃহস্পতিবার আমাদের কাছে টাকা আসে। আমি স্টাফ এর মাধ্যমে টাকাগুলো মজুরি হিসেবে বিতরণ করি। আমি মালিকদের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুতই শ্রমিকেরা মজুরি পাবেন।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২২ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে