গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে চলতি মৌসুমে মাষকলাইয়ে পাতা ছিদ্রকারী পোকা হানা দিয়েছে। এতে কিছু চাষির ফলনবিপর্যয় হলেও অধিকাংশেরই ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।
চাষিরা জানান, কলাইয়ে পোকা লাগায় কিছুটা ফলনবিপর্যয় ঘটেছে। তবে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। অনেক চাষি কলাই কেটেছেন। আবার অনেকেই কাটছে। এখন কলাই ৪ হাজার টাকা মণ চলছে। কলাইয়ের এমন দাম পেলে আগামী বছর কলাই চাষ বাড়বে।
কল্যাণপুর গ্রামের কলাইচাষি জিনারুল ইসলাম বলেন, ‘মাষকলাইয়ে ভালো ফলন হয়েছে। তবে কলাইয়ে পোকার আক্রমণ না হলে আরও ভালো ফলন হতো। চলতি বছর সার, কীটনাশক, মজুরিসহ সবকিছুর দাম বাড়ায় আবাদ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তবে ভালো দাম পাওয়ায় খুশি আমরা।’
তেরাইল গ্রামের কলাইচাষি মারফত আলী বলেন, ‘কলাইয়ে পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে পড়তে হয়েছিল। কারণ আবাদে খরচ বেড়েছে। সার, ডিজেল, কীটনাশক, সেচসহ সবকিছুর দাম বাড়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। তবে দাম ভালো থাকলে কষ্টগুলো মনে থাকে না। চাষিরা রোদ, গরম, ঝড়-বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মাঠে ফসল ফলায়। আর এই ফসল যখন ঘরে ওঠে, তখন চাষি থাকে মহা আনন্দে। তাই ফসলের দাম আর ফলন বাড়লে চাষিরা কলাই চাষে আরও আগ্রহী হবে।’
রামদেবপুর গ্রামের কলাইচাষি মো. গোলাম মোস্তফা বলেন, ‘এবার কলাই অনেক ভালো ফলন হয়েছে। কলাইয়ের বাজারদর মণপ্রতি ৪ হাজার টাকা। আরেকটু নরমগুলো মণপ্রতি ৩ হাজার ৫০০ টাকা। তাই ভালো দাম পাওয়া পরিশ্রমের কথা আর মনে নেই। কলাই বিঘাপ্রতি ছয়-সাত মণ হয়। কলাই ওঠা পর্যন্ত মোট খরচ হয় ২ হাজার টাকা।
কলাই ব্যবসায়ী রোকনুজ্জামান বলেন, ‘কলাইয়ের বাজারদর মণপ্রতি ৪ হাজার টাকা। আর এর থেকে একটু নরমগুলো মণ প্রতি ৩ হাজার ৫০০ টাকা চলছে। আশা করছি দাম আরও বাড়বে। অনেকে কুমড়ো বড়ি দেওয়ার জন্য কলাই কিনছে। কুমড়ো বড়ির জন্য কলাইয়ের একটা আলাদা কদর রয়েছে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয়ে সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় কলাই চাষ হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। পোকার আক্রমণে কিছুটা ফলন কমলেও ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
গাংনী উপজেলার কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘কলাইয়ে ভালো দাম পাওয়ায় কৃষকেরা খুব খুশি। আর এভাবে দাম থাকলে আগামী বছর আশা করছি কলাই চাষ আরও বাড়বে।’

মেহেরপুরের গাংনীতে চলতি মৌসুমে মাষকলাইয়ে পাতা ছিদ্রকারী পোকা হানা দিয়েছে। এতে কিছু চাষির ফলনবিপর্যয় হলেও অধিকাংশেরই ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।
চাষিরা জানান, কলাইয়ে পোকা লাগায় কিছুটা ফলনবিপর্যয় ঘটেছে। তবে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। অনেক চাষি কলাই কেটেছেন। আবার অনেকেই কাটছে। এখন কলাই ৪ হাজার টাকা মণ চলছে। কলাইয়ের এমন দাম পেলে আগামী বছর কলাই চাষ বাড়বে।
কল্যাণপুর গ্রামের কলাইচাষি জিনারুল ইসলাম বলেন, ‘মাষকলাইয়ে ভালো ফলন হয়েছে। তবে কলাইয়ে পোকার আক্রমণ না হলে আরও ভালো ফলন হতো। চলতি বছর সার, কীটনাশক, মজুরিসহ সবকিছুর দাম বাড়ায় আবাদ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তবে ভালো দাম পাওয়ায় খুশি আমরা।’
তেরাইল গ্রামের কলাইচাষি মারফত আলী বলেন, ‘কলাইয়ে পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে পড়তে হয়েছিল। কারণ আবাদে খরচ বেড়েছে। সার, ডিজেল, কীটনাশক, সেচসহ সবকিছুর দাম বাড়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। তবে দাম ভালো থাকলে কষ্টগুলো মনে থাকে না। চাষিরা রোদ, গরম, ঝড়-বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মাঠে ফসল ফলায়। আর এই ফসল যখন ঘরে ওঠে, তখন চাষি থাকে মহা আনন্দে। তাই ফসলের দাম আর ফলন বাড়লে চাষিরা কলাই চাষে আরও আগ্রহী হবে।’
রামদেবপুর গ্রামের কলাইচাষি মো. গোলাম মোস্তফা বলেন, ‘এবার কলাই অনেক ভালো ফলন হয়েছে। কলাইয়ের বাজারদর মণপ্রতি ৪ হাজার টাকা। আরেকটু নরমগুলো মণপ্রতি ৩ হাজার ৫০০ টাকা। তাই ভালো দাম পাওয়া পরিশ্রমের কথা আর মনে নেই। কলাই বিঘাপ্রতি ছয়-সাত মণ হয়। কলাই ওঠা পর্যন্ত মোট খরচ হয় ২ হাজার টাকা।
কলাই ব্যবসায়ী রোকনুজ্জামান বলেন, ‘কলাইয়ের বাজারদর মণপ্রতি ৪ হাজার টাকা। আর এর থেকে একটু নরমগুলো মণ প্রতি ৩ হাজার ৫০০ টাকা চলছে। আশা করছি দাম আরও বাড়বে। অনেকে কুমড়ো বড়ি দেওয়ার জন্য কলাই কিনছে। কুমড়ো বড়ির জন্য কলাইয়ের একটা আলাদা কদর রয়েছে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয়ে সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় কলাই চাষ হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। পোকার আক্রমণে কিছুটা ফলন কমলেও ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
গাংনী উপজেলার কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘কলাইয়ে ভালো দাম পাওয়ায় কৃষকেরা খুব খুশি। আর এভাবে দাম থাকলে আগামী বছর আশা করছি কলাই চাষ আরও বাড়বে।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে