মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে হেফজখানার খাদেম ছৈরুদ্দীন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সাহেবনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইমাদুল হক (৫৮) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে খোকন আলী (৪৩)।
মামলার বিবরণে জানা গেছে, ছৈরুদ্দিন সাহেবনগর দক্ষিণপাড়ার কবরস্থান হেফজখানা ও ঈদগাহ মাঠের খাদেম ছিলেন। কিন্তু এ জন্য তিনি কমিটির কাছ থেকে কোনো টাকাপয়সা নিতেন না। কোনো বিষয় নিয়ে আসামি ইমাদুল ও শুকুর আলীর সঙ্গে তাঁর বিরোধ বাধে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকালে ছৈইরুদ্দিন শিক্ষার্থী পলাশকে নিয়ে হেফজখানার ছাগলের জন্য কাঁঠালপাতা আনতে বের হন। কবরস্থানের জঙ্গলে গেলে সেখানে ওত পেতে থাকা দুই আসামি ধারালো অস্ত্র দিয়ে ছৈইরুদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আখের আলী বাদী হয়ে ওই দুজনকে আসামি করে গাংনী থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান গাংনী থানার তৎকালীন পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম। পরে মামলার তদন্তভার পড়ে কুষ্টিয়া পিবিআইয়ের এসআই শরিফুল ইসলামের ওপর। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুই আসামি। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালত যাওয়ার কথা বলেছেন।

মেহেরপুরের গাংনীতে হেফজখানার খাদেম ছৈরুদ্দীন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সাহেবনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইমাদুল হক (৫৮) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে খোকন আলী (৪৩)।
মামলার বিবরণে জানা গেছে, ছৈরুদ্দিন সাহেবনগর দক্ষিণপাড়ার কবরস্থান হেফজখানা ও ঈদগাহ মাঠের খাদেম ছিলেন। কিন্তু এ জন্য তিনি কমিটির কাছ থেকে কোনো টাকাপয়সা নিতেন না। কোনো বিষয় নিয়ে আসামি ইমাদুল ও শুকুর আলীর সঙ্গে তাঁর বিরোধ বাধে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকালে ছৈইরুদ্দিন শিক্ষার্থী পলাশকে নিয়ে হেফজখানার ছাগলের জন্য কাঁঠালপাতা আনতে বের হন। কবরস্থানের জঙ্গলে গেলে সেখানে ওত পেতে থাকা দুই আসামি ধারালো অস্ত্র দিয়ে ছৈইরুদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আখের আলী বাদী হয়ে ওই দুজনকে আসামি করে গাংনী থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান গাংনী থানার তৎকালীন পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম। পরে মামলার তদন্তভার পড়ে কুষ্টিয়া পিবিআইয়ের এসআই শরিফুল ইসলামের ওপর। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুই আসামি। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালত যাওয়ার কথা বলেছেন।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৫ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১৯ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে