মেহেরপুর প্রতিনিধি

কারাগারে থাকা অবস্থায় মেহেরপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহাম্মদের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন হার্ট অ্যাটাক তাঁর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর বিকেল ৩টার সময় উজলপুর গ্রামের ইদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয়। তোফয়েল আহম্মদ উজলপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, চেক ডিজঅনার মামলায় আড়াই মাসে আগে তোফায়েলকে ৮ মাসের কারাদণ্ড দেন বিচারক। তারপর থেকেই কারাগারে ছিলেন তিনি। রোববার সন্ধ্যায় কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে হাসপাতালে নেয়নি। অবস্থা খারাপ হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এটি একটি পরিষ্কার হত্যাকাণ্ড।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ‘সারা দেশে কারাগারে অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের কারাগারে হত্যা করা হচ্ছে। তেমনিভাবে তোফায়েলকেও কারাগারে হত্যা করা হয়েছে। এখন আমরা আইনগত প্রক্রিয়ার কথা ভাবছি। পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে আইনগত দিক ও রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করা হবে। সারা দেশে কোথাও বুলেটের আঘাতে বিএনপির নেতা-কর্মীদের প্রাণ দিতে হচ্ছে, আবার কাউকে কারাগারে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে হচ্ছে।’
এ নিয়ে মৃত বিএনপি নেতার মেয়ে তোছফি জানান, তাঁর বাবাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। কারণ বাবা একজনের সঙ্গে সুদের টাকা ধার নিয়েছিল। সেই টাকা অনেক আগেই পরিশোধ করেছে। কিন্তু তাদের কাছে ফাঁকা চেক থাকায় ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে চেক ডিজঅনারের মামলা করেছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল হাসান মেহেদি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁর হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে জেল সুপার মোখলেছুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কারাগারে তার প্রতি কোনো অবহেলা করা হয়নি। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বিএনপি কর্মী কিনা সে বিষয়ে কিছুই জানা ছিল না বলে।

কারাগারে থাকা অবস্থায় মেহেরপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহাম্মদের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন হার্ট অ্যাটাক তাঁর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর বিকেল ৩টার সময় উজলপুর গ্রামের ইদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয়। তোফয়েল আহম্মদ উজলপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, চেক ডিজঅনার মামলায় আড়াই মাসে আগে তোফায়েলকে ৮ মাসের কারাদণ্ড দেন বিচারক। তারপর থেকেই কারাগারে ছিলেন তিনি। রোববার সন্ধ্যায় কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে হাসপাতালে নেয়নি। অবস্থা খারাপ হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এটি একটি পরিষ্কার হত্যাকাণ্ড।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ‘সারা দেশে কারাগারে অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের কারাগারে হত্যা করা হচ্ছে। তেমনিভাবে তোফায়েলকেও কারাগারে হত্যা করা হয়েছে। এখন আমরা আইনগত প্রক্রিয়ার কথা ভাবছি। পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে আইনগত দিক ও রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করা হবে। সারা দেশে কোথাও বুলেটের আঘাতে বিএনপির নেতা-কর্মীদের প্রাণ দিতে হচ্ছে, আবার কাউকে কারাগারে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে হচ্ছে।’
এ নিয়ে মৃত বিএনপি নেতার মেয়ে তোছফি জানান, তাঁর বাবাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। কারণ বাবা একজনের সঙ্গে সুদের টাকা ধার নিয়েছিল। সেই টাকা অনেক আগেই পরিশোধ করেছে। কিন্তু তাদের কাছে ফাঁকা চেক থাকায় ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে চেক ডিজঅনারের মামলা করেছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল হাসান মেহেদি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁর হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে জেল সুপার মোখলেছুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কারাগারে তার প্রতি কোনো অবহেলা করা হয়নি। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বিএনপি কর্মী কিনা সে বিষয়ে কিছুই জানা ছিল না বলে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে