মেহেরপুর প্রতিনিধি

সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন।
দেখা গেছে, বুধবার ভোর থেকেই দূরপাল্লার কয়েকটি পরিবহন জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ছেড়ে গেছে। খুলেছে শহরের বেশ কিছু দোকানপাট। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রয়োজনীয় কাজ শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে।
তবে, কারফিউ শিথিল হলেও সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবির বেশ কয়েকটি দলকে জেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে।
শহরে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ডালিম সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন কারফিউর কারণে রাস্তায় নামতেই ভয় পাচ্ছিলাম। এখন স্বস্তিতে বাজারে আসতে পারছি। কেনাকাটা করে বাড়িতে ফিরছি।’ তবে বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
শহরে পূবাশা টিকিট কাউন্টারের মাস্টার সাখাওয়াত হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কারফিউর কারণে বেশ কয়েক দিন দূরপাল্লার কোনো বাস কাউন্টার থেকে ছাড়তে পারেনি। ভোর থেকে জেলার সব কাউন্টার থেকে দু-একটি করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে সব বাসই ছেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারফিউর সময় শ্রমিকেরা বেকার সময় পার করেছেন। অভাব-অনটনের মধ্যে তাঁরা দিন যাপন করেছেন। বাস চলাচলের খবরে যাত্রীরাও খুশি, তাঁরাও খুশি।’ জেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, খুলনার উদ্দেশে বাস ছেড়ে যায় বলে জানান তিনি।
জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামিম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেরপুর শুরু থেকেই শান্ত ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলায় ঘটেনি। কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কারফিউ আরও বেশি সময় ধরে শিথিল করা হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’

সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন।
দেখা গেছে, বুধবার ভোর থেকেই দূরপাল্লার কয়েকটি পরিবহন জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ছেড়ে গেছে। খুলেছে শহরের বেশ কিছু দোকানপাট। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রয়োজনীয় কাজ শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে।
তবে, কারফিউ শিথিল হলেও সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবির বেশ কয়েকটি দলকে জেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে।
শহরে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ডালিম সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন কারফিউর কারণে রাস্তায় নামতেই ভয় পাচ্ছিলাম। এখন স্বস্তিতে বাজারে আসতে পারছি। কেনাকাটা করে বাড়িতে ফিরছি।’ তবে বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
শহরে পূবাশা টিকিট কাউন্টারের মাস্টার সাখাওয়াত হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কারফিউর কারণে বেশ কয়েক দিন দূরপাল্লার কোনো বাস কাউন্টার থেকে ছাড়তে পারেনি। ভোর থেকে জেলার সব কাউন্টার থেকে দু-একটি করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে সব বাসই ছেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারফিউর সময় শ্রমিকেরা বেকার সময় পার করেছেন। অভাব-অনটনের মধ্যে তাঁরা দিন যাপন করেছেন। বাস চলাচলের খবরে যাত্রীরাও খুশি, তাঁরাও খুশি।’ জেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, খুলনার উদ্দেশে বাস ছেড়ে যায় বলে জানান তিনি।
জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামিম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেরপুর শুরু থেকেই শান্ত ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলায় ঘটেনি। কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কারফিউ আরও বেশি সময় ধরে শিথিল করা হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২২ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে