নরসিংদী প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এ জন্য যেকোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পেছনে ঘুরতে হবে। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব। ৩১ দফা বাস্তবায়নের জন্য সব নেতা-কর্মীকে জনগণের কাছাকাছি এবং প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়ের কাছে যেমন একটা দু টাকার জন্য ভনভন করে ঘুরেছেন, তেমনি জনগণের কাছে ভনভন করে ঘুরবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘৩১ দফা ধর্মগ্রন্থ না, আরও ভালো কিছু নিয়ে কারও কোনো মতামত থাকলে আমরা গ্রহণ করব। তবে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। খাল খনন করে জিয়াউর রহমান পানি সমস্যা সমাধান করেছেন। শিক্ষা, স্বাস্থ্য নিয়ে জিয়াউর রহমান অনুসরণীয়।’
সকাল সাড়ে ১০টা হতে নরসিংদী জেলার কর্মশালা হয় নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার এক হাজারেরও বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের ৩১ দফা–সংক্রান্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এ জন্য যেকোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পেছনে ঘুরতে হবে। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব। ৩১ দফা বাস্তবায়নের জন্য সব নেতা-কর্মীকে জনগণের কাছাকাছি এবং প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়ের কাছে যেমন একটা দু টাকার জন্য ভনভন করে ঘুরেছেন, তেমনি জনগণের কাছে ভনভন করে ঘুরবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘৩১ দফা ধর্মগ্রন্থ না, আরও ভালো কিছু নিয়ে কারও কোনো মতামত থাকলে আমরা গ্রহণ করব। তবে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। খাল খনন করে জিয়াউর রহমান পানি সমস্যা সমাধান করেছেন। শিক্ষা, স্বাস্থ্য নিয়ে জিয়াউর রহমান অনুসরণীয়।’
সকাল সাড়ে ১০টা হতে নরসিংদী জেলার কর্মশালা হয় নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার এক হাজারেরও বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের ৩১ দফা–সংক্রান্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৭ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৮ ঘণ্টা আগে