মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ট্রাক চালক জয়নাল ও হেলপার রুবেল হত্যা মামলায় চারজনের মৃত্যুদন্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এ ছাড়া দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামির বিরুদ্ধে পেনাল কোডের ২০১ ধারার অপরাধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার ৩ বছর সশ্রম কারাদান্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের আরও দুই মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার বড়াকৈর গ্রামের বদর উদ্দিন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মো. ইসলাম ওরফে কালু, একই গ্রামের ইয়াকুব আলী শেখ ও গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার হারবাইদ গ্রামের বিল্লাল শিকদার।
অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের বাবু মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার কলমা গ্রামের শাহ আলম, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের বাবুল শেখ, সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া উপজেলার মধুপুর গ্রামের শাহাদাৎ হোসেন ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের আখের আলী।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালে ৬ আগস্ট সাতক্ষীরা জেলার ভোমরাস্থল বন্দর থেকে পাথর নিয়ে ট্রাক চালাক জয়নাল (৪০) ও সহকারী রুবেল (২৮) গাজীপুর জেলার শ্রীপুর যাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে আসামিরা মানিকগঞ্জ থেকে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে চালক জয়নাল ও সহকারী রুবেলকে হত্যা করে তাদের লাশ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ব্রিজের কাছে ফেলে রাখেন। পরের দিন ৭ আগস্ট ঘিওর থানা-পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখেন।
এরপর নিহতের স্বজনেরা দুজনের লাশ সনাক্ত করেন। পরে ট্রাক চালক জয়নালের ভাই হারুনার রশিদ বাদি হয়ে ঘিওর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা হত্যা মামলা দায়ের করেন।
আদালত সূত্রে আরও জানা গেছে, আলোচিত এই হত্যার মামলাটি প্রথমে ঘিওর থানার এসআই এনামুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও পরে এই মামলার তদন্ত কাজ শেষ করতে ডিবির এসআই আব্দুস সালামকে দায়িত্ব দেওয়া হয়।
২০১১ সালে ৩০ মার্চ ডিবির পক্ষ থেকে মামলার তদন্ত কাজ শেষে ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে আর উপস্থিত হননি।
মামলার রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

মানিকগঞ্জে ট্রাক চালক জয়নাল ও হেলপার রুবেল হত্যা মামলায় চারজনের মৃত্যুদন্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এ ছাড়া দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামির বিরুদ্ধে পেনাল কোডের ২০১ ধারার অপরাধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার ৩ বছর সশ্রম কারাদান্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের আরও দুই মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার বড়াকৈর গ্রামের বদর উদ্দিন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মো. ইসলাম ওরফে কালু, একই গ্রামের ইয়াকুব আলী শেখ ও গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার হারবাইদ গ্রামের বিল্লাল শিকদার।
অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের বাবু মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার কলমা গ্রামের শাহ আলম, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের বাবুল শেখ, সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া উপজেলার মধুপুর গ্রামের শাহাদাৎ হোসেন ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের আখের আলী।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালে ৬ আগস্ট সাতক্ষীরা জেলার ভোমরাস্থল বন্দর থেকে পাথর নিয়ে ট্রাক চালাক জয়নাল (৪০) ও সহকারী রুবেল (২৮) গাজীপুর জেলার শ্রীপুর যাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে আসামিরা মানিকগঞ্জ থেকে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে চালক জয়নাল ও সহকারী রুবেলকে হত্যা করে তাদের লাশ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ব্রিজের কাছে ফেলে রাখেন। পরের দিন ৭ আগস্ট ঘিওর থানা-পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখেন।
এরপর নিহতের স্বজনেরা দুজনের লাশ সনাক্ত করেন। পরে ট্রাক চালক জয়নালের ভাই হারুনার রশিদ বাদি হয়ে ঘিওর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা হত্যা মামলা দায়ের করেন।
আদালত সূত্রে আরও জানা গেছে, আলোচিত এই হত্যার মামলাটি প্রথমে ঘিওর থানার এসআই এনামুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও পরে এই মামলার তদন্ত কাজ শেষ করতে ডিবির এসআই আব্দুস সালামকে দায়িত্ব দেওয়া হয়।
২০১১ সালে ৩০ মার্চ ডিবির পক্ষ থেকে মামলার তদন্ত কাজ শেষে ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে আর উপস্থিত হননি।
মামলার রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৪১ মিনিট আগে