হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

পদ্মা সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের চিত্র। আগে ঈদের সময় একটু যাওয়ার পরপরই জ্যামে বসে থাকতে হতো। সেই দৃশ্য এখন আর নেই। দিন বাড়ার সঙ্গে সঙ্গে লোকাল পরিবহনে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা সেলফি পরিবহন, যাত্রীসেবা, দ্রুতগতি পরিবহন এবং ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে ছেড়ে আসা নীলাচল পরিবহনে আসা যাত্রীর চাপ ঘাট এলাকায় বেড়েছে। এ ছাড়া গাজীপুর ও সাভার থেকে লোকাল পরিবহন ভাড়ায় নিয়ে ঘাট এলাকায় আসছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস বা ছোট গাড়ির কোনো সিরিয়াল না থাকায় যানবাহন আসামাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। আগের দিনের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি ছাড়াই পার হওয়া যাচ্ছে।
মাগুরার যাত্রী আহসান হাবিব বলেন, ‘সেলফি পরিবহনে করে গাবতলী থেকে দুই ঘণ্টায় পাটুরিয়া ঘাটে এসেছি। কোনো ধরনের ভোগান্তি নেই। আগে তো জ্যামে অনেক সময় বসে থাকতে হতো। তবে রাস্তায় অনেক যাত্রী দেখেছি।’
গাজীপুরের মাওনা থেকে আসা গার্মেন্টসকর্মী সাকিব আহমেদ জানান, লঞ্চ পার হয়ে কুষ্টিয়া যাচ্ছেন তিনি। চৌরাস্তা থেকে লোকাল পরিবহনে ঘাটে এসেছেন। আশুলিয়ার বাইপাইল ও ইপিজেড এলাকায় ঘণ্টাখানেক জ্যামে ছিলেন। রাস্তায় অনেক যাত্রী দেখেছেন তিনি।
সেলফি পরিবহনের চালক শাহজাহান মিয়া বলেন, ‘প্রতিবছর ঈদের এক সপ্তাহ আগে থেকে মেলা চাপ থাকত। ঈদের আর দুই দিন বাকি, তবু যাত্রীর তেমন কোনো চাপ নেই। গতকাল বুধবারও যাত্রী ছিল না। তবে আজ সকাল থেকে সেলফি পরিবহনসহ লোকাল পরিবহনে অনেক যাত্রী আসছেন। আজ কিছুটা হলেও ঈদ মনে হচ্ছে।’
লঞ্চঘাটের পরিচালক পান্না লাল বলেন, ‘সেলফি, নীলাচল ও লোকাল পরিবহনে যাত্রীরা এসে আমাদের লঞ্চ ও ফেরিতে পারাপার হন। আজ যাত্রীর চাপ বেড়েছে। ঘাটে ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছি।’
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘাট এলাকায় যানবাহনের যাত্রী ও চালকদের কোনো ভোগান্তি নেই। স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

পদ্মা সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের চিত্র। আগে ঈদের সময় একটু যাওয়ার পরপরই জ্যামে বসে থাকতে হতো। সেই দৃশ্য এখন আর নেই। দিন বাড়ার সঙ্গে সঙ্গে লোকাল পরিবহনে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা সেলফি পরিবহন, যাত্রীসেবা, দ্রুতগতি পরিবহন এবং ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে ছেড়ে আসা নীলাচল পরিবহনে আসা যাত্রীর চাপ ঘাট এলাকায় বেড়েছে। এ ছাড়া গাজীপুর ও সাভার থেকে লোকাল পরিবহন ভাড়ায় নিয়ে ঘাট এলাকায় আসছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস বা ছোট গাড়ির কোনো সিরিয়াল না থাকায় যানবাহন আসামাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। আগের দিনের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি ছাড়াই পার হওয়া যাচ্ছে।
মাগুরার যাত্রী আহসান হাবিব বলেন, ‘সেলফি পরিবহনে করে গাবতলী থেকে দুই ঘণ্টায় পাটুরিয়া ঘাটে এসেছি। কোনো ধরনের ভোগান্তি নেই। আগে তো জ্যামে অনেক সময় বসে থাকতে হতো। তবে রাস্তায় অনেক যাত্রী দেখেছি।’
গাজীপুরের মাওনা থেকে আসা গার্মেন্টসকর্মী সাকিব আহমেদ জানান, লঞ্চ পার হয়ে কুষ্টিয়া যাচ্ছেন তিনি। চৌরাস্তা থেকে লোকাল পরিবহনে ঘাটে এসেছেন। আশুলিয়ার বাইপাইল ও ইপিজেড এলাকায় ঘণ্টাখানেক জ্যামে ছিলেন। রাস্তায় অনেক যাত্রী দেখেছেন তিনি।
সেলফি পরিবহনের চালক শাহজাহান মিয়া বলেন, ‘প্রতিবছর ঈদের এক সপ্তাহ আগে থেকে মেলা চাপ থাকত। ঈদের আর দুই দিন বাকি, তবু যাত্রীর তেমন কোনো চাপ নেই। গতকাল বুধবারও যাত্রী ছিল না। তবে আজ সকাল থেকে সেলফি পরিবহনসহ লোকাল পরিবহনে অনেক যাত্রী আসছেন। আজ কিছুটা হলেও ঈদ মনে হচ্ছে।’
লঞ্চঘাটের পরিচালক পান্না লাল বলেন, ‘সেলফি, নীলাচল ও লোকাল পরিবহনে যাত্রীরা এসে আমাদের লঞ্চ ও ফেরিতে পারাপার হন। আজ যাত্রীর চাপ বেড়েছে। ঘাটে ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছি।’
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘাট এলাকায় যানবাহনের যাত্রী ও চালকদের কোনো ভোগান্তি নেই। স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪৪ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে