সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে সিন্দুকের ভেতর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার পুত্রবধূ ও তাঁর মাকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সিন্দুকে লুকিয়ে রাখেন পুত্রবধূ।
গতকাল রোববার রাতে সিঙ্গাইর পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকার বৃদ্ধার নিজ বাড়ির শয়ন কক্ষের সিন্দুকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার হায়াতুন নেছার (৬০) নয়াডাঙ্গি গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী। আটক পুত্রবধূর নাম রুনা বেগম (২৮) ও তাঁর মা রেণুকা বেগম।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও তাঁর ছেলের বউ রুনা বেগম একই বাড়িতে থাকতেন। মাঝেমধ্যেই রুনা তাঁর শাশুড়িকে না জানিয়ে বাড়ির বাইরে ঘুরতে যেতেন। এ নিয়ে গত ৫ অক্টোবর সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুনা তাঁর শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে সিন্দুকের ভেতরে লাশ লুকিয়ে রাখে। রোববার সকালে রুনা বাড়ি থেকে তাঁর নানির বাড়ি চলে যায়। এদিকে বাড়িতে হায়াতুনের কোনো সারা না পেয়ে স্বজনেরা তাঁকে খুঁজতে থাকেন।
রোববার সন্ধ্যায় রুনা তাঁর মাকে নিয়ে শ্বশুরবাড়িতে এলে স্বজনেরা জিজ্ঞাসা করেন হায়াতুনের কথা। একপর্যায়ে রুনা তাঁকে হত্যা করে লাশ সিন্দুকের ভেতর লুকিয়ে রেখেছে বলে তাঁদের জানান। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ সিন্দুকের ভেতর থেকে লাশ উদ্ধার করে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, শয়নকক্ষ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুনা ও তাঁর মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হায়াতুনকে হত্যা করা হয়ে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মানিকগঞ্জের সিঙ্গাইরে সিন্দুকের ভেতর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার পুত্রবধূ ও তাঁর মাকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সিন্দুকে লুকিয়ে রাখেন পুত্রবধূ।
গতকাল রোববার রাতে সিঙ্গাইর পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকার বৃদ্ধার নিজ বাড়ির শয়ন কক্ষের সিন্দুকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার হায়াতুন নেছার (৬০) নয়াডাঙ্গি গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী। আটক পুত্রবধূর নাম রুনা বেগম (২৮) ও তাঁর মা রেণুকা বেগম।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও তাঁর ছেলের বউ রুনা বেগম একই বাড়িতে থাকতেন। মাঝেমধ্যেই রুনা তাঁর শাশুড়িকে না জানিয়ে বাড়ির বাইরে ঘুরতে যেতেন। এ নিয়ে গত ৫ অক্টোবর সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুনা তাঁর শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে সিন্দুকের ভেতরে লাশ লুকিয়ে রাখে। রোববার সকালে রুনা বাড়ি থেকে তাঁর নানির বাড়ি চলে যায়। এদিকে বাড়িতে হায়াতুনের কোনো সারা না পেয়ে স্বজনেরা তাঁকে খুঁজতে থাকেন।
রোববার সন্ধ্যায় রুনা তাঁর মাকে নিয়ে শ্বশুরবাড়িতে এলে স্বজনেরা জিজ্ঞাসা করেন হায়াতুনের কথা। একপর্যায়ে রুনা তাঁকে হত্যা করে লাশ সিন্দুকের ভেতর লুকিয়ে রেখেছে বলে তাঁদের জানান। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ সিন্দুকের ভেতর থেকে লাশ উদ্ধার করে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, শয়নকক্ষ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুনা ও তাঁর মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হায়াতুনকে হত্যা করা হয়ে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৬ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
৩৮ মিনিট আগে