সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার ঘটনায় ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাসপাতালের নার্স শিরিনা আক্তার (২৮), আয়া দিপালি রাণী দাস (২৮), ক্যাশিয়ার জাহিদ খান (৫২)।
মঙ্গলবার নবজাতকের বাবা শুকুর আলী বাদী হয়ে হাসপাতালের মালিক ডা. মাহমুদা সুলতানা সাকিসহ চারজনের নামে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ রাতে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর সন্তানসম্ভবা স্ত্রী তাজনাহার। রাতেই ওই প্রসূতির অস্ত্রোপচার করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। অস্ত্রোপচারের পর নবজাতকটি কান্না না করায় তাকে অ্যানালগ পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। নবজাতকটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গত রোববার (২ এপ্রিল) দৈনিক আজকের পত্রিকায় ‘সিংগাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। এরপর মঙ্গলবার ওই হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে নবজাতকের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার ঘটনায় ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাসপাতালের নার্স শিরিনা আক্তার (২৮), আয়া দিপালি রাণী দাস (২৮), ক্যাশিয়ার জাহিদ খান (৫২)।
মঙ্গলবার নবজাতকের বাবা শুকুর আলী বাদী হয়ে হাসপাতালের মালিক ডা. মাহমুদা সুলতানা সাকিসহ চারজনের নামে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ রাতে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর সন্তানসম্ভবা স্ত্রী তাজনাহার। রাতেই ওই প্রসূতির অস্ত্রোপচার করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। অস্ত্রোপচারের পর নবজাতকটি কান্না না করায় তাকে অ্যানালগ পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। নবজাতকটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গত রোববার (২ এপ্রিল) দৈনিক আজকের পত্রিকায় ‘সিংগাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। এরপর মঙ্গলবার ওই হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে নবজাতকের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৮ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে