ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে তিন সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে। গত রোববার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে তাঁদের মারধরের পর ব্যবহৃত দুটি মোটরসাইকেল পদ্মা নদীতে ফেলে দেন চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা।
আজ সোমবার দুপুরে পদ্মা নদী থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আহত তিন ইউপি সদস্যরা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের চাচার পক্ষে না থেকে অন্য প্রার্থীর পক্ষে থাকায় এ হামলা হয়েছে বলে দাবি আহতদের।
আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন জানান, তাঁরা পাঁচ ইউপি সদস্য গত রোববার রাতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রহিম খানের ডাকে তাঁর কাছে যান। রহিম খান প্রতি বছর দুস্থদের মাঝে ঈদের শুভেচ্ছা তাঁদের মাধ্যমে বিতরণ করেন। যে কারণে এবারও রহিম খানের সঙ্গে তাঁরা দেখা করে মোটরসাইকেলে করে বাড়িতে আসছিলেন।
রাত ১২টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জমাত আলী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল মোল্লাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে তাঁদের দুটি মোটরসাইকেল থামান আরুয়া ইউপি চেয়ারম্যান মোনায়েম মোন্তাকিন খান অনিক ও তাঁর লোকজন। এ সময় চেয়ারম্যান জানতে চান কোথায় যাওয়া হয়েছিল। রহিম খানের কাছে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান নিজে ও তাঁর লোকজন তাঁদের ওপর ধারালো অস্ত্র, হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে হামলা করে।
এতে জয়নাল আবেদীনের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে মারত্মক জখম হয়। তাঁরা ইউপি সদস্য দেলোয়ারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়। এ ছাড়া ইউপি সদস্য সোহেল রানাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করে। তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল পদ্মা নদীতে ফেলে দেয় হামলাকারীরা। এ সময় ভুক্তোভুগিদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে চলে যায়।
রাতেই স্থানীয়দের সহায়তায় তিন ইউপি সদস্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার দুপুরে শিবালয় থানা-পুলিশ মোবাইল ফোনে তাঁদের কাছ থেকে হামলার ঘটনার বিস্তারিত শোনেন। হাসপাতালে থাকার কারণে তাঁরা থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি।
আরেক ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘চেয়ারম্যানের চাচা হচ্ছেন বর্তমান শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু। তিনি এবারও নির্বাচন করবেন। অন্যদিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খানও নির্বাচন করবেন। আমরা গরীব মানুষের জন্য রহিম খানের কাছ থেকে ঈদের শুভেচ্ছা উপহার আনার কারণে আমাদের ওপর হামলা হয়েছে।’
আরুয়া ইউপি চেয়ারম্যান মোনায়েম মোন্তাকিন অনিক বলেন, ‘তিন ইউপি সদস্যর সঙ্গে কারো মারামারি হয়েছে বলে শুনেছি। সোমবার সারা দিন ভিজিএফের চাল বিতরণে ব্যস্ত থাকায় তাদের বিষয়ে আর খোঁজ-খবর নেওয়া হয়নি।’
হামলার ঘটনায় আপনি জড়িত কি না—এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, ‘কাল রাতে কোথায় এ ঘটনা ঘটেছে আমি তাঁর কিছুই জানি না। জড়িত থাকার প্রশ্নই ওঠে না।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘ইউপি সদস্যদের মারধরের ঘটনা শুনেছি। সোমবার দুপুরে ঘটনাস্থলের পাশে পদ্মা নদী থেকে পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে তিন সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে। গত রোববার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে তাঁদের মারধরের পর ব্যবহৃত দুটি মোটরসাইকেল পদ্মা নদীতে ফেলে দেন চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা।
আজ সোমবার দুপুরে পদ্মা নদী থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আহত তিন ইউপি সদস্যরা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের চাচার পক্ষে না থেকে অন্য প্রার্থীর পক্ষে থাকায় এ হামলা হয়েছে বলে দাবি আহতদের।
আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন জানান, তাঁরা পাঁচ ইউপি সদস্য গত রোববার রাতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রহিম খানের ডাকে তাঁর কাছে যান। রহিম খান প্রতি বছর দুস্থদের মাঝে ঈদের শুভেচ্ছা তাঁদের মাধ্যমে বিতরণ করেন। যে কারণে এবারও রহিম খানের সঙ্গে তাঁরা দেখা করে মোটরসাইকেলে করে বাড়িতে আসছিলেন।
রাত ১২টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জমাত আলী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল মোল্লাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে তাঁদের দুটি মোটরসাইকেল থামান আরুয়া ইউপি চেয়ারম্যান মোনায়েম মোন্তাকিন খান অনিক ও তাঁর লোকজন। এ সময় চেয়ারম্যান জানতে চান কোথায় যাওয়া হয়েছিল। রহিম খানের কাছে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান নিজে ও তাঁর লোকজন তাঁদের ওপর ধারালো অস্ত্র, হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে হামলা করে।
এতে জয়নাল আবেদীনের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে মারত্মক জখম হয়। তাঁরা ইউপি সদস্য দেলোয়ারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়। এ ছাড়া ইউপি সদস্য সোহেল রানাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করে। তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল পদ্মা নদীতে ফেলে দেয় হামলাকারীরা। এ সময় ভুক্তোভুগিদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে চলে যায়।
রাতেই স্থানীয়দের সহায়তায় তিন ইউপি সদস্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার দুপুরে শিবালয় থানা-পুলিশ মোবাইল ফোনে তাঁদের কাছ থেকে হামলার ঘটনার বিস্তারিত শোনেন। হাসপাতালে থাকার কারণে তাঁরা থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি।
আরেক ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘চেয়ারম্যানের চাচা হচ্ছেন বর্তমান শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু। তিনি এবারও নির্বাচন করবেন। অন্যদিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খানও নির্বাচন করবেন। আমরা গরীব মানুষের জন্য রহিম খানের কাছ থেকে ঈদের শুভেচ্ছা উপহার আনার কারণে আমাদের ওপর হামলা হয়েছে।’
আরুয়া ইউপি চেয়ারম্যান মোনায়েম মোন্তাকিন অনিক বলেন, ‘তিন ইউপি সদস্যর সঙ্গে কারো মারামারি হয়েছে বলে শুনেছি। সোমবার সারা দিন ভিজিএফের চাল বিতরণে ব্যস্ত থাকায় তাদের বিষয়ে আর খোঁজ-খবর নেওয়া হয়নি।’
হামলার ঘটনায় আপনি জড়িত কি না—এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, ‘কাল রাতে কোথায় এ ঘটনা ঘটেছে আমি তাঁর কিছুই জানি না। জড়িত থাকার প্রশ্নই ওঠে না।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘ইউপি সদস্যদের মারধরের ঘটনা শুনেছি। সোমবার দুপুরে ঘটনাস্থলের পাশে পদ্মা নদী থেকে পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে